কলকাতা: বুধবার টেট নিয়ে বসতে চলেছে জরুরি বৈঠক। নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ২৪ ডিসেম্বর টেটের দিন শহরে গীতা পাঠের কর্মসূচি রয়েছে। কীভাবে সেই পরিস্থিতি সামাল দেবে প্রশাসন? তা ঠিক করতেই মূলত আজ এই বৈঠক।
টেট পরীক্ষার দিন শহরে গীতাপাঠ কর্মসূচিতে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে একই দিনে দু’টি বড় ইভেন্ট। একদিকে কলকাতায় চলবে মেগা গীতাপাঠ। মনে করা হচ্ছে যার জেরে গ্রাম বাংলার বিজেপি কর্মী সমর্থকরা সেদিন দলে দলে উপস্থিত হবে শহরে। অন্যদিকে আবার টেট পরীক্ষা! এই বছর ৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে তাঁরা ট্রেনে বাসে চড়ে শহরে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে যাবেন। যানজট এড়িয়ে সময়ের মধ্যে তাঁদের পৌঁছে যাওয়া স্বাভাবিক ভাবেই চ্যালেঞ্জ সরকারের। তাই দুই বড় ইভেন্ট কীভাবে সামাল দেওয়া যাবে? গোটা পরিস্থিতি কীভাবে সামলানো যায় সেই কারণেই আজ সকাল ১১টা নাগাদ নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্য সচিব। সিদ্ধান্ত নেওয়া হবে ওই দিন পরীক্ষা হলে কোনও সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে কী কী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের প্রাথমিকের টেট পরীক্ষা ১০ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর নেওয়া হবে। তবে আচমকাই কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তা এখনও সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে পর্ষদ সূত্রে খবর,পরীক্ষার জন্য প্রস্তুতির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় পলিসিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এটা সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত। তিনি এই বিষয়ে কিছু জানেন না।