কলকাতা: সংক্রমণে দাড়ি টানতে দীর্ঘদিন ধরেই বলবৎ রয়েছে নাইট কারফিউ। দুর্গাপুজোর সময় শিথীলতা থাকলেও পরে ফের সংক্রমণ বাড়তেই নাইট কারফিউ নিয়ে যথেষ্ঠ কড়া হয়েছে প্রশাসন। কিন্তু সংক্রমণ হ্রাস করার দায়িত্ব একমাত্র সরকার এবং প্রশাসনের? সাধারণ জনগণের নেই?এই প্রশ্নগুলোই এখন উঠছে গতকাল রাতের মহানগরীতে ঘটে যাওয়া ঘটনায়।
ঠিক কী ঘটেছিল?
লেক টাউনে প্রতিদিনের মতোই চলছিল পুলিশের নাকা চেকিং। নাইট কারফিউ চলার কারণে রাতের বেলা যে সকল গাড়ি যাতায়াত করছে সেই সকল গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। সেই রকম ভাবেই দুই আরোহীকে দাঁড় করায় পুলিশ। ওই বাইক আরোহীরা রাতের বেলা কোথায় যাচ্ছেন তা জানতে চান পুলিশকর্মীরা। কিন্তু তাদের কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে ওই বাইক আরোহীদের আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বচসা বাধে পুলিশের সঙ্গে। অভিযোগ ওই বাইক আরোহীরা পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনায় লাঠিচার্য করতে বাধ্য হয় পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে সেই ছবি।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর থেকে ফের রাতের শহরে চালু হয় নাইট কারফিউ। কড়াকড়ি করা হয়েছে শহরের সহ নাকা চেকিং পয়েন্টগুলিতে। অকারণে নাইট কারফিউ চলাকালীন রাস্তায় দেখতে পেলেই আটকানো হচ্ছে। নাইট কারফিউ চলার প্রথম রাতে ৩১২ জনকে আটক করে পুলিশ।
অক্টোবর মাসের শুরুতে দিনে আনুমানিক ৭০ জন থেকে ৯০ জন নাইট কারফিউ ভঙ্গ করায় ধরা পড়ত। কিন্তু পুজোর পর তা একেবারে লাগামছাড়াভাবে বেড়েছে নৈশকালীন কারফিউ ভঙ্গকারীদের সংখ্যা। তবে পুলিশের অনুমান, এই সংখ্যা কয়েকদিনের মধ্যেই কমে যাবে। বাইক আরোহীরা একবার যদি বুঝে যায় যে আবার আগের মতো কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে, তাহলেই তারা আর রাতে বাইরে বেরোবে না।
শহরে করোনার রেখাচিত্র দেখে চোখ কপালে উঠছে প্রশাসনিক কর্তাদের। কলকাতায় কার্যত লাফ দিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহনগরীতে ২৭২ জনের শরীরে মিলেছে করোনা (Corona)হদিশ। সুস্থ হয়েছেন ২৩৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
এখানেই শেষ নয়। আর কিছুদিন পরই কালী পুজো। দুর্গাপুজোর মতো কোনও ভাবেই যাতে সংক্রমণ না বেড়ে যায় সেই কারণে রাজ্য সরকারের তরফে যথেষ্ঠ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ভাসানের দিনও। ৫, ৬ ও ৭ তারিখ ভাসান। শহরে মোট সর্বজনীন কালীপূজা হচ্ছে ৩২৬০ টি।
কলকাতা: সংক্রমণে দাড়ি টানতে দীর্ঘদিন ধরেই বলবৎ রয়েছে নাইট কারফিউ। দুর্গাপুজোর সময় শিথীলতা থাকলেও পরে ফের সংক্রমণ বাড়তেই নাইট কারফিউ নিয়ে যথেষ্ঠ কড়া হয়েছে প্রশাসন। কিন্তু সংক্রমণ হ্রাস করার দায়িত্ব একমাত্র সরকার এবং প্রশাসনের? সাধারণ জনগণের নেই?এই প্রশ্নগুলোই এখন উঠছে গতকাল রাতের মহানগরীতে ঘটে যাওয়া ঘটনায়।
ঠিক কী ঘটেছিল?
লেক টাউনে প্রতিদিনের মতোই চলছিল পুলিশের নাকা চেকিং। নাইট কারফিউ চলার কারণে রাতের বেলা যে সকল গাড়ি যাতায়াত করছে সেই সকল গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। সেই রকম ভাবেই দুই আরোহীকে দাঁড় করায় পুলিশ। ওই বাইক আরোহীরা রাতের বেলা কোথায় যাচ্ছেন তা জানতে চান পুলিশকর্মীরা। কিন্তু তাদের কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে ওই বাইক আরোহীদের আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বচসা বাধে পুলিশের সঙ্গে। অভিযোগ ওই বাইক আরোহীরা পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনায় লাঠিচার্য করতে বাধ্য হয় পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে সেই ছবি।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর থেকে ফের রাতের শহরে চালু হয় নাইট কারফিউ। কড়াকড়ি করা হয়েছে শহরের সহ নাকা চেকিং পয়েন্টগুলিতে। অকারণে নাইট কারফিউ চলাকালীন রাস্তায় দেখতে পেলেই আটকানো হচ্ছে। নাইট কারফিউ চলার প্রথম রাতে ৩১২ জনকে আটক করে পুলিশ।
অক্টোবর মাসের শুরুতে দিনে আনুমানিক ৭০ জন থেকে ৯০ জন নাইট কারফিউ ভঙ্গ করায় ধরা পড়ত। কিন্তু পুজোর পর তা একেবারে লাগামছাড়াভাবে বেড়েছে নৈশকালীন কারফিউ ভঙ্গকারীদের সংখ্যা। তবে পুলিশের অনুমান, এই সংখ্যা কয়েকদিনের মধ্যেই কমে যাবে। বাইক আরোহীরা একবার যদি বুঝে যায় যে আবার আগের মতো কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে, তাহলেই তারা আর রাতে বাইরে বেরোবে না।
শহরে করোনার রেখাচিত্র দেখে চোখ কপালে উঠছে প্রশাসনিক কর্তাদের। কলকাতায় কার্যত লাফ দিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহনগরীতে ২৭২ জনের শরীরে মিলেছে করোনা (Corona)হদিশ। সুস্থ হয়েছেন ২৩৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
এখানেই শেষ নয়। আর কিছুদিন পরই কালী পুজো। দুর্গাপুজোর মতো কোনও ভাবেই যাতে সংক্রমণ না বেড়ে যায় সেই কারণে রাজ্য সরকারের তরফে যথেষ্ঠ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ভাসানের দিনও। ৫, ৬ ও ৭ তারিখ ভাসান। শহরে মোট সর্বজনীন কালীপূজা হচ্ছে ৩২৬০ টি।