AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalipujo 2021: অটোয় ওলিগলি চক্কর কাটবে পুলিশ, রাস্তায় ‘অ্যান্টি ক্রাইম টিম’! কালীপুজোয় অতি সক্রিয় কলকাতা পুলিশ

Kalipujo: ৫, ৬ ও ৭ তারিখ ভাসান। শহরে মোট সর্বজনীন কালীপূজা হচ্ছে ৩২৬০ টি।

Kalipujo 2021: অটোয় ওলিগলি চক্কর কাটবে পুলিশ, রাস্তায় 'অ্যান্টি ক্রাইম টিম'! কালীপুজোয় অতি সক্রিয় কলকাতা পুলিশ
কালীপুজোয় কড়া বিধি নিষেধ নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Oct 31, 2021 | 1:05 PM
Share

কলকাতা: হাতে গোনা আর ক’টা দিন। আগামী বৃহস্পতিবার কালীপুজো (Kalipujo 2021)। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ভাসানের দিনও। ৫, ৬ ও ৭ তারিখ ভাসান। শহরে মোট সর্বজনীন কালীপূজা হচ্ছে ৩২৬০ টি।

কালীপুজোয় কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে কয়েকটি কড়া পদক্ষেপ

♦ পুলিশ মোতায়েন করা হবে ৪নভেম্বর থেকে। ভাসানের জন্য সব ঘাট, পুকুর, ঝিলে পুলিশ মোতায়েন হবে ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

♦মূর্তির গয়না পাহারায় থাকছে বাড়তি পুলিশ মোতায়েন।

♦ কলকাতার ৪টে থানা এলাকার দায়িত্বে থাকছেন ২ ডিসি ও ৩ সহকারি কমিশনার।

♦ বাজি নিয়ে হাইকোর্টের আদেশ কার্যকর করতে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রত্যেক থানায় ৬ জন করে পুলিশকর্মী এই দায়িত্বে থাকবেন। বাজি ফাটছে কিনা নজর রাখবেন তাঁরা। বহুতল থেকেও নজরদারি চলবে। কালীপুজোর দিন বিকেলে ৪টে থেকে নজরদারি শুরু হবে। ওলিগলিতে অটোয় করে টহল দেবে পুলিশ।

♦ বাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে শহরজুড়ে। বাজি ফাটানো আটকাতে প্রত্যেক ডিভিশনে স্পেশাল ফোর্স।

♦ হাসপাতাল ও আশেপাশে বাজি যাতে না ফাটে তা নিয়ে নজরদারিতে আলাদা পুলিশ মোতায়েন। সঙ্গে পর্যাপ্ত ডিভিশনাল রিজার্ভ ফোর্স।

♦ প্রতিমা ভাসানের শোভাযাত্রায় নিষেধ ডিজে সেট, মাইক কিংবা বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছে।

♦ গঙ্গার ২০ টি ঘাটে নজরদারি চলবে। গঙ্গার প্রত্যেক ঘাটে লাইফ সেভিং বোটে ডুবুরি দিয়ে নজরদারি। রিভার ট্র্যাফিক পুলিশ স্পিড বোট, জেট স্কি দিয়ে নজরদারি চালাবে। প্রত্যেক ঘাটে রেসকিউ টিম। বাগবাজার, নিমতলা, বাজা কদমতলা ঘাটে ডিএমজি মোতায়েন থাকবে।

♦ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশমতো পরিবেশবান্ধব বাজিই ফাটাতে হবে, আরও একবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। পরিবেশ বান্ধব বাজি ফাটানোর নোটিস জারি করল রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, কেবলমাত্র পরিবেশবান্ধব আতসবাজিই বিক্রি করা হবে। রাত ৮-১০টা পর্যন্ত এই বাজি ফাটানো যাবে। ছট পুজোতেও কেবল ২ ঘণ্টাই এই বাজি ফাটানো যাবে। পাশাপাশি ক্রিসমাস ও বর্ষশেষের অনুষ্ঠানে কোন সময়ে বাজি ফাটানো যাবে, সেই সময় সীমাও ধার্য করে দিল রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, ক্রিসমাস ও বর্ষশেষের রাতে ১১.৫৫ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরিবেশবান্ধব আতসবাজি ফাটানো যাবে।

পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আতসবাজি বিক্রি ও ব্যবহার পুরোপুরি বন্ধ করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। কিন্তু পুরোপুরি তা বন্ধ না করে নিরাপদ ও কম শব্দ উত্‍পন্ন করে সেই ধরনের বাজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরাই বাজি বিক্রি করতে পারবেন। এ বিষয়ে সরকারকে জনসচেতনামূলক প্রচার করতে হবে। শুক্রবার পুলিশ ট্রেনিং স্কুলে প্রশাসনের সঙ্গে বাজি ব্যবসায়ীদের বৈঠক হয়। সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরেন বাজি ব্যবসায়ীরা। সোমবার কলকাতা পুলিশ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সামনে হবে বাজি পরীক্ষা। তারপরই জানা যাবে এবার দীপাবলিতে কোন কোন বাজি পোড়ানো যাবে।

আরও পড়ুন: প্রথমদিনই বাদুড়ঝোলা ভিড়ে পিষ্ট লোকাল! বিধিনিষেধের বেড়াজালে ফের খাবে না তো সিগন্যাল?