Amit Malviya: ‘বঙ্গে কমেছে করদাতা’, অভিনন্দন জানিয়ে খোঁচা অমিত মালব্যর
Amit Malviya On Tax: বিধায়ক অশোক বলেন, "২০২৪-২৫ সালে অ্যাসেসমেন্ট, যেটা গত মার্চ মাসে শেষ হয়েছে, তাতে যে বৃদ্ধি হয়েছিল ২ লক্ষ। তার আগের বছর বৃদ্ধি হয়েছিল ৩ লক্ষ। অর্থাৎ কমেছে। কারণ মোদী সরকার ইনকাম ট্যাক্সে ছাড় দিয়েছে। বাংলার মধ্যবিত্ত মানুষের জন্য করে যদি ছাড় মেলে, তাহলে তো ট্যাক্স রিলিফ হল।" তাঁর মতে, এটা মোদী সরকারের উপহার।

কলকাতা: বাংলায় কমেছে করদাতার সংখ্যা। তথ্য দিয়ে এবার খোঁচা দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর বক্তব্য, বাংলায় নেই শিল্প, নেই কর্মসংস্থান। এরাজ্যে উপার্জন কম, রোজগার কম। মোদী সরকারের কর ছাড়ের সুবিধা পাচ্ছে বাংলা। সামাজিক মাধ্যমে এবার খোঁচা দিলেন অমিত মালব্য। এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি।
MASSIVE RELIEF FOR WEST BENGAL’S MIDDLE CLASS
The Modi Government has delivered the biggest tax relief in India’s history — and West Bengal is among the biggest beneficiaries.
📌 West Bengal recorded 52,98,633 Income Tax filings in FY 2024–25. 📌 But with the new Budget making… pic.twitter.com/MrX9Xdebvy
— Amit Malviya (@amitmalviya) December 1, 2025
বিধায়ক অশোক বলেন, “২০২৪-২৫ সালে অ্যাসেসমেন্ট, যেটা গত মার্চ মাসে শেষ হয়েছে, তাতে যে বৃদ্ধি হয়েছিল ২ লক্ষ। তার আগের বছর বৃদ্ধি হয়েছিল ৩ লক্ষ। অর্থাৎ কমেছে। কারণ মোদী সরকার ইনকাম ট্যাক্সে ছাড় দিয়েছে। বাংলার মধ্যবিত্ত মানুষের জন্য করে যদি ছাড় মেলে, তাহলে তো ট্যাক্স রিলিফ হল।” তাঁর মতে, এটা মোদী সরকারের উপহার।
উল্লেখ্য, সেবাশ্রয় ২-র সূচনায় এর কর নিয়েই এক বিস্তারিত তথ্য দেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত সাত বছরে কেন্দ্র প্রত্য়ক্ষ এবং পরোক্ষ করের দৌলতে বাংলা থেকে ৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। কিন্তু পরিবর্তে বকেয়া প্রায় ২ লক্ষ কোটি টাকা দেয়নি। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের দেওয়া আর্থিক খতিয়ান অনুযায়ী –
- ২০১৭-১৮ অর্থবর্ষে কেন্দ্রের হাতে ৬৩ হাজার ৪০৭ কোটি টাকা তুলে দিয়েছে রাজ্য।
- ২০১৮-১৯ অর্থবর্ষে দিয়েছে ৮৪ হাজার ৪১৯ কোটি টাকা।
- ২০১৯-২০ অর্থবর্ষে দিয়েছে ৮৪ হাজার ১৫ কোটি টাকা।
- ২০২০-২১ অর্থবর্ষে দিয়েছে ৮০ হাজার ৪ কোটি টাকা
- ২০২১-২২ অর্থবর্ষে ১ লক্ষ ১ হাজার ৬৭৩ কোটি টাকা।
- ২০২২-২৩ অর্থবর্ষে দিয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৬২১ কোটি টাকা।
- ২০২৩-২৪ অর্থবর্ষে দিয়েছে ১ লক্ষ ২২ হাজার ৯৮৮ কোটি টাকা।উল্লেখ্য, অভিষেকের এই তথ্য তুলে ধরার পরই রাতারাতি এই করপ্রদান নিয়েই সামাজিক মাধ্য়মে পোস্ট করেন অমিত মালব্য। স্বাভাবিকভাবেই এই নিয়ে চড়েছে রাজনৈতিক রং। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য মোদী সরকার সর্বোতভাবে চক্রান্ত করছে। বাংলাকে ভাতে মারছে। বাংলায় যাতে কোনও শিল্প না আসে, তার জন্য চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, দেখা যাচ্ছে, MSME প্রথম বাংলা। একাধিকক্ষেত্রে প্রথম বাংলা। অমিতবাবু একটা মিথ্যা তথ্যের ওপর টুইচ করে বলে দিচ্ছেন। কিন্তু বাংলা থেকে কত ট্যাক্স নিয়ে যাচ্ছেন, সেটা আগে দেখতে হবে।”
