Dumdum: রাতের অন্ধকারে দমদম নয়াপট্টিতে ঘটে গেল এ কী কাণ্ড! মাথায় হাত এলাকার লোকজনের

Dumdum: চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তবে শুধু এই মন্দির নয়, বিগত কয়েক মাসে এলাকার অনেক মন্দিরেই রাতের অন্ধকারে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। তাতেই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Dumdum: রাতের অন্ধকারে দমদম নয়াপট্টিতে ঘটে গেল এ কী কাণ্ড! মাথায় হাত এলাকার লোকজনের
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 4:51 PM

দমদম: সকাল থেকে ছিল ভক্তদের ভিতর। সন্ধ্যার পর তালাবন্দি ছিল মন্দির। গভীর রাতেই ঘটে গেল অঘটন। তালা ভেঙে সব নিয়ে পালালো চোরের দল। চুরি গেল প্রণামি বাক্স। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে দমদমের নয়া পট্টিতে। এখানেই রয়েছে নয়াপট্টি বারোয়ারিতলা শীতলা মন্দির। প্রণামীর টাকা দিয়েই এখানে চলে যাবতীয় অনুষ্ঠান। সারা বছরের পুজোর সামগ্রীও কেনা হয় সেই টাকা দিয়েই। 

চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তবে শুধু এই মন্দির নয়, বিগত কয়েক মাসে এলাকার অনেক মন্দিরেই রাতের অন্ধকারে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। তাতেই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা বলছেন, যে মন্দিরগুলিতে লাগাতার চুরির ঘটনা ঘটছে সেগুলি সবই নাগেরবাজার থানা এলাকার। অভিযোগ, সব জেনেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। 

এদিকে এদিন যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে সেখানে কাছের রাস্তায় সিসিটিভি থাকলেও মন্দিরের সামনে দিয়ে যে রাস্তা গিয়েছে সেখানে কোনও সিসিটিভি নেই। এলাকার লোকজন বলছেন যদি সিসিটিভি থাকতো তাহলে চোর ধরতে অনেকটাই সুবিধা হতো পুলিশের। কিন্তু, স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও পদক্ষেপই করা হয়নি। অনেকের ধারনা, সব ক’টা মন্দিরে চুরির পিছনে কাজ করছে একটিই চোরের দল। সকলেই চাইছেন তাঁদের দ্রুত পাকড়াও করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।