কলকাতা: ১৮ জানুয়ারি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত ধরে উদ্বোধন হতে চলেছে ৪৭তম কলকাতা বইমেলা। বিকাল চারটেয় উদ্বোধনের কথা রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। বইমেলা উপলক্ষে ইতিমধ্যে বিশেষ বাসের ব্যবস্থাও করা হয়েছে সরকারিভাবে। জেলা থেকে আগত মানুষদের সুবিধার্থে নেওয়া হয়েছে একাধিক বিশেষ উদ্যোগ। তবে এবারের বইমেলায় থাকছে একগুচ্ছ বিশেষ চমক। এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করতে চলেছে বলে খবর।
অন্যদিকে বহুজাতিক প্রকাশনা সংস্থার সর্বাধিক অংশগ্রহণ থাকছে এবারই। জানা গিয়েছে, প্রায় ২০টি দেশ অংশগ্রহণ করছে এবারের কলকাতা বইমেলায়। তালিকায় রয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাব্লিক, গুয়াতেমালা, কোন্তারিকা, থাইল্যান্ড। অন্যদিকে এবারে নতুন রূপে সেজে উঠতে চলেছে বাংলাদেশ প্যাভিলিয়ন। সেখানে থাকছে বাংলাদেশের প্রায় ৫০টি নামজাদা প্রকাশনা সংস্থা।
তবে শুধু বিদেশি প্রকাশনা সংস্থা নয়, জোর দেওয়া হচ্ছে দেশীয় প্রকাশনা সংস্থার উপরেও। এবারের কলকাতা বইমেলাতে থাকছে দেশের প্রায় সব রাজ্যেরই প্রকাশনা সংস্থা। অন্যদিকে এবারের বইমেলায় ২১ জানুয়ারি আলাদা করে শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেদিন ছোটদের পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান বইটি উপহার দেওয়া হবে বলে খবর। একইসঙ্গে মেলায় আবার ২৪ জানুয়ারিকে বরিষ্ট নাগরিক হিসাবে পালব করা হবে। ওই দিন বিশেষ সম্মান দেওয়া হবে সাহিত্যিক আবুল বাশারকে। এবার বইমেলায় থাকছে মোট ন’টি গেট। থাকছে লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট।