TMC Yuba: একাধিক জেলায় যুব তৃণমূলের সভাপতি বদল, বীরভূমে এলেন কে?

TMC: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সংগঠনকে আরও ভাল করে গুছিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বদল হয়েছে জেলা সভাপতিদের নামের তালিকা। এবার বদল যুব, মহিলা শাখা সংগঠনেও। তবে খুব বড়সড় বদল যে শাসকদল করছে না তা দেখা গেল সোমবার। যুব সভাপতি হিসাবে রাখা হয়েছে সায়নী ঘোষকেই। পূর্ব মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলায় থাকছেন সুপ্রকাশ গিরিই।

TMC Yuba: একাধিক জেলায় যুব তৃণমূলের সভাপতি বদল, বীরভূমে এলেন কে?
তৃণমূল কংগ্রেস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 11:14 PM

কলকাতা: মহিলা তৃণমূলে ছয় সাংগঠনিক জেলায় পরিবর্তন করা হল। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় যুব তৃণমূলেও রদবদল করা হয়েছে। আরামবাগ সাংগঠনিক জেলার সভানেত্রী হলেন করবী মান্না। মন্ত্রী বেচারাম মান্নার স্ত্রী এবং বিধায়ক তিনি। অন্যদিকে যুব সংগঠনের ক্ষেত্রে জলপাইগুড়িতে সরানো হয়েছে সৈকত চট্টোপাধ্যায়কে। সেই জায়গায় এসেছেন সন্দীপ ছেত্রী। অন্যদিকে বীরভূমে নতুন যুব তৃণমূল সভাপতি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফে বুরান।

২০২৪ সালের লোকসভা ভোটের আগে সংগঠনকে আরও ভাল করে গুছিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বদল হয়েছে জেলা সভাপতিদের নামের তালিকা। এবার বদল যুব, মহিলা শাখা সংগঠনেও। তবে খুব বড়সড় বদল যে শাসকদল করছে না তা দেখা গেল সোমবার। যুব সভাপতি হিসাবে রাখা হয়েছে সায়নী ঘোষকেই। পূর্ব মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলায় থাকছেন সুপ্রকাশ গিরিই।

জেলাওয়াড়ি যুব সংগঠনের ক্ষেত্রে ৫ থেকে ৬টা জেলায় বদল এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বদল জলপাইগুড়ির ক্ষেত্রে। জলপাইগুড়ির এক দম্পতির আত্মহত্যার ঘটনায় যুব নেতা সৈকত চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। আদালতের নির্দেশে গ্রেফতার হন তিনি। এতদিন তিনিই ছিলেন জেলায় যুবর সভাপতি। তাঁকে সরিয়ে এবার নতুন মুখ তুলে আনল দল। সন্দীপ ছেত্রীকে জলপাইগুড়ির যুব সংগঠনের দায়িত্বে আনা হল।

অন্যদিকে বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলায় যুব সংগঠনে যিনি এলেন, নিঃসন্দেহে তাঁর নামের চমক তো রয়েছেই। বীরভূমে যুব তৃণমূলের দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকনাম বুরান। রামপুরহাট লাগোয়া নিশ্চিন্তপুরে বাড়ি বুরানের। এর আগে তৃণমূলের তেমন কোনও পদে ছিলেন না তিনি। ২০১৭ সালে পৌরসভায় প্রার্থী হয়েছিলেন। জেলায় যুব তৃণমূলের সংগঠন বাড়াতে তাঁর উপরই ভরসা রাখল দল।