Abhishek Banerjee: আমার মোবাইল ফোন ট্যাপ করা হয়েছে: অভিষেক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 12, 2023 | 11:01 PM

রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোচবিহার তৃণমূলের তরফে সাংসদ নিশীথ প্রামাণি়কের বাড়ি ঘেরাও করা হবে এবং অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে বলে এদিন জানান অভিষেক।

Abhishek Banerjee: আমার মোবাইল ফোন ট্যাপ করা হয়েছে: অভিষেক
কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও মোবাইল ফোন ট্যাপ করা হয়েছে। রবিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বিজেপি বিভিন্ন দিক থেকে তৃণমূল কংগ্রেসকে আটকানোর চেষ্টা করছে অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মোবাইল ফোন ট্যাপ করা হয়েছে। সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। সেজন্য এখন এটা আটকে রয়েছে। পেগাসাস করেছে। কিন্তু, পেগাসাস, ইডি, সিবিআই করেও তৃণমূলকে আটকাতে পারছে না ওরা।” মানুষ তৃণমূলের সমর্থনে রয়েছে এবং একুশের বিধানসভার মতো আগামী সবকটি নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বাংলায় জয়ী হবে বলেও দাবি জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে কোচবিহারে রাজবংশী যুবকের হত্যা মেনে নেওয়া হবে না। আগামী রবিবার সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিলেন তৃণমূল সেনাপতি।

শনিবার কোচবিহারে গিয়ে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু পরিবারের পাশে থাকা নয়, প্রেমকুমারকে কেন খুন করা হল তার জবাব সাংসদ নিশীথ প্রামাণিককে দিতে হবে বলেও দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ১৯ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোচবিহার তৃণমূলের তরফে সাংসদ নিশীথ প্রামাণি়কের বাড়ি ঘেরাও করা হবে এবং অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে বলে এদিন জানান অভিষেক। কেন রাজবংশী, মতুয়া, কুর্মি, বাউরি, আদিবাসীদের উপর অত্যাচার হবে, তা নিয়ে বিজেপিকে অবস্থান স্পষ্ট করারও দাবি জানিয়েছেন তিনি।

এদিন একদিকে কাঁথির জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অন্যদিকে ত্রিপুরা ভোটে বিজেপি আবার জিতবে এবং তার প্রভাব বাংলায় পড়বে বলে সেখানে নির্বাচনী প্রচারে গিয়ে দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে দুজনের বক্তব্যেরই পাল্টা জবাব দিলেন অভিষেক। দলের কেউ-কেউ দুর্নীতি করেছেন স্বীকার করে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড বলেন, “পথ চলতে গিয়ে ভুল হয়। কিন্তু, আমরা ব্যবস্থা নিই। আমাদের দলে যাঁরা দুর্নীতি করেছেন,আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা করছি। পঞ্চায়েত প্রধানদের বরখাস্ত করেছি। পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছি। বিজেপির ক্ষমতা থাকলে বিজেপিও তাদের দলের দুর্নীতিগ্রস্তদের দল থেকে বরখাস্ত করুক। পঞ্চায়েত প্রধানকে অপসারণ করুক।” একইসঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি নস্যাৎ করে অভিষেকের দাবি, একুশে বিজেপি জবাব পেয়েছে। ২০২৪, ২০২৬ এবং ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল জয়ী হবে। এপ্রসঙ্গে এদিন ফের বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার কাজের পরিসংখ্যান নিয়ে সামনাসামনি সংবাদমাধ্যমে বসার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Next Article