AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on BLO: বিএলও-ই তৃণমূলের অঞ্চল সভাপতি, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব কমিশনের

Suvendu Adhikari Slams TMC: ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৮৭ নং বুথের বিএলও মহম্মদ আলাউদ্দিন মোল্লা। তবে শুভেন্দুর অভিযোগ, বিএলও-র পাশাপাশি এই ব্যক্তির রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি সরিসার তৃণমূল অঞ্চল সভাপতি। আর শুধু নিজেই নয়, শুভেন্দুর পোস্ট অনুযায়ী, আলাউদ্দিন মোল্লার স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের পদাধিকারী। ডায়মন্ড হারবারে ২ নং ব্লকের নির্বাচিত প্রার্থী তিনি।

Suvendu Adhikari on BLO: বিএলও-ই তৃণমূলের অঞ্চল সভাপতি, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব কমিশনের
শুভেন্দু অধিকারী Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 11:24 PM
Share

কলকাতা: সরকারি প্রতিনিধির রাজনৈতিক পরিচয় নয়, SIR-এ ‘স্বচ্ছ’ ভাবমূর্তির BLO-র দাবি জানিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় এখনও ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জনের ঘোষণা হয়নি, তবে প্রস্তুতি চলছে। এবার এসআইআর ঘোষণা হলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিএলও-রা। তথ্য সংগ্রহ করবেন সাধারণের। কিন্তু সেই বিএলও-র যদি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকে, তা হলে তাঁর সংগ্রহ করা তথ্য কি আদৌ নিরপেক্ষ হবে?

শনিবার নিজের সমাজমাধ্যমে যেন সেই প্রশ্নই তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, কমিশনের নিযুক্ত এক বিএলও-র বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দুর কথায়, ওই বিএলও তৃণমূলের পদাধিকারী। ঠিক কী অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা? কারই বা ঠিকুজি-কুষ্ঠী প্রকাশ করেছেন তিনি?

ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৮৭ নং বুথের বিএলও মহম্মদ আলাউদ্দিন মোল্লা। তবে শুভেন্দুর অভিযোগ, বিএলও-র পাশাপাশি এই ব্যক্তির রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি সরিসার তৃণমূল অঞ্চল সভাপতি। আর শুধু নিজেই নয়, শুভেন্দুর পোস্ট অনুযায়ী, আলাউদ্দিন মোল্লার স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের পদাধিকারী। ডায়মন্ড হারবারে ২ নং ব্লকের নির্বাচিত প্রার্থী তিনি।

এদিন নিজের পোস্টেই শুভেন্দু লেখেন, ‘আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অনুরোধ করব, এই রকম রাজনৈতিক প্রভাব ও পরিচয় সম্পন্ন বিএলও-দের দয়া করে সরিয়ে দিন। এদেরকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে। এদেরকে সরিয়ে দিতে পারলে তবে রাজ্যের শাসকদলকে ভোটার তালিকায় বদল বা প্রভাব খাটানো থেকে নিস্ক্রিয় করা যাবে।’ উল্লেখ্য, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতেই জেলাশাসকের থেকে ওই বিএলও-র বিষয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।