কলকাতা: আরজি কর-কাণ্ডে প্রথমে মুখ না খুললেও, পরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। প্রশ্ন তোলেন আরজি করের পড়াশোনার মান নিয়ে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। এরপরই মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে। আর পদ থেকে অপসারণের পর বিস্ফোরক দাবি করলেন সেই শান্তনু। দীর্ঘদিন ধরে দলের সৈনিক হিসেবে রয়েছেন তৃণমূলে। মুখপাত্র হিসেবেও কাজ করেছেন দীর্ঘ সময়। সেই শান্তনু সেনের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ভুল বোঝানো হচ্ছে।
বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, “এই দলে আমার থেকে অনেক নবীন রাজনৈতিক নেতার কাছ থেকে আমাকে সরানোর বার্তা শুনতে হচ্ছে। আমি দলের পুরনো দিনের সৈনিক। অথচ এই দলে যারা বারবার দলবদল করে, একবার ওই দল একবার এই দল করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, তাঁরা দলে ঢুকে নেতা হয়ে যাচ্ছে। অথচ পরিষ্কার কথা বললেই ক্ষতি।”
TV9 বাংলার মুখোমুখি হয়ে আরজি কর প্রসঙ্গেও বিস্ফোরক কথা বলেন শান্তনু। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, মাননীয়া, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না। আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। আমি বারবার বলব, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকমতো বুঝতেন এবং প্রথম দিন থেকে ঠিক কাজ করতেন, তাহলে আরজি করের এই অবস্থা দাঁড়াতো না।
তিনি আরও বলেন, “মুখপাত্র হিসেবে নেত্রীর বিরুদ্ধে বলার কথা তো স্বপ্নেও ভাবতে পারিনি। অনেকের অপছন্দের কারণ হয়েও দলকে বারবার বাঁচানোর চেষ্টা করেছি।”