কলকাতা: বালু-কন্যা প্রিয়দর্শিনীর পর এবার রেশন দুর্নীতির তদন্তে ডাক পড়ল আর এক তৃণমূল-নেতার মেয়ের। রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর আঢ্য বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁর মেয়ে ঋতুপর্ণা আঢ্যকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল মঙ্গলবার। এদিন দুপুরেই সেই মতো সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতুপর্ণা। প্রায় ৬ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বেরিয়ে আসেন ঋতুপর্ণা।
ইডি দফতর থেকে বেরনোর পর সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে কার্যত মুখে কুলুপ আঁটেন ঋতুপর্ণা। কী প্রশ্ন করা হল, কোনও নথি চাওয়া হল কি না, আবার ডাকা হবে কি না, সব প্রশ্নে চুপ রইলেন শঙ্কর-কন্যা। শুধু বললেন, “আপাতত কিছু বলতে পারব না। তদন্ত চলতে দিন আপনারা জানতে পারবেন।” এরপর সোজা হেঁটে গাড়িতে উঠে যান তিনি।
শঙ্কর আঢ্য ও তাঁর আত্মীয়দের নামে বিদেশি মুদ্রা বিনিময়ের যে স অফিস রয়েছে, সেখানে সোমবারই তল্লাশি চালিয়েছে ইডি। তার ২৪ ঘণ্টা পরেই শঙ্কর-কন্যাকে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা। মনে করা হচ্ছে, রেশন দুর্নীতির সঙ্গে ওই সব সংস্থার কী যোগ ছিল, কোনও লেনদেন হয়েছে কি না, সে বিষয়ে জানতেই তলব করা হয়েছিল ঋতুপর্ণাকে।
উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিককে চেনার কথা বারবার শঙ্কর আঢ্য অস্বীকার করলেও তাঁর মেয়ের ফেসবুক পোস্টের জ্যোতিপ্রিয়র সঙ্গে ছবি দেখা গিয়েছে। সেই পোস্টে মন্ত্রীকে জ্যেঠু বলে সম্বোধন করেছেন ঋতুপর্ণা।