Sabyasachi Dutta: ‘পইপই করে বলেছিলাম…’, বকুনি ফিরহাদের, গোঁসা সুজিতদের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Oct 07, 2021 | 4:50 PM

Sabyasachi Dutta in TMC: "যার সঙ্গে রাজনীতি করা যায় না, তার সঙ্গে একই জায়গায় বসতে পারব না।''

Sabyasachi Dutta: পইপই করে বলেছিলাম..., বকুনি ফিরহাদের, গোঁসা সুজিতদের
গ্রাফিক্স: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: জল্পনার অবসান। লক্ষ্মীবারে আবার তৃণমূলে (TMC) ফিরলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। বিগত দিনে ঘরওয়াপসি নেতারা তৃণমূল ভবনে এসে পতাকা তুলে নিলেও এদিন সব্যসাচী বিধানসভায় যোগ দিলেন। যদিও তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে এদিন দলের একেক নেতার প্রতিক্রিয়া একেক রকম। কেমন সেটা?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথের পর তাঁর সঙ্গে দেখা করে সব্যসাচী ‘ঘরে ফিরলেন’ বলে মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। আর সব্যসাচীর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ফিরহাদ হাকিম বললেন, ‘পইপই করে বলে ছিলাম তুই দল ছাড়িস না।’ সব্যসাচী দত্তের হাতে আবার তৃণমূল পতাকা তুলে দিয়ে মন্তব্য ফিরহাদ হাকিমের। উল্লেখ্য, সব্যসাচী যখন বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনা তৈরি হয়েছিল, তখন একাধিকবার তাঁর সঙ্গে বৈঠকে বসেছিলেন ফিরহাদ। যদিও সব্যসাচী তাঁর দল ছাড়ার সিদ্ধান্তেই অনড় ছিলেন। এদিন অবশ্য সব্যসাচীর স্বীকারোক্তি, ‘দলের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবার আমাকে দলে গ্রহণ করলেন। বাকিরাও সবাই স্বাগত জানালেন। দল যেভাবে বলবে সেভাবেই আগামী দিনে কাজ করব।’

না, সব্যসাচীর পুরনো দলে ফেরা নিয়ে সবাই মোটে খুশি নন। যেমন সুজিত বসু। দুই নেতার সম্পর্ক সর্বজনবিদিত। আর এদিন সব্যসাচীর দলে ফেরা নিয়ে প্রত্যাশিত ভাবে মোটেই খুশি নন মন্ত্রী সুজিত বসু। মেনে নিতে পারছেন না বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও।

সূত্রের খবর, এদিন তো দমকল মন্ত্রী সুজিত বসু সাফ জানিয়ে দেন, “যার সঙ্গে রাজনীতি করা যায় না, তার সঙ্গে একই জায়গায় বসতে পারব না।” শুধু তাই নয়, এটা নাকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই দিয়েছেন তিনি। এদিক তাপস চট্টোপাধ্যায় বলেছেন, যাঁকে নিয়ে এত সমস্যা, তাঁকে যদি বসে যোগদান করাতে হয়, পারব না। দিদিকে জানিয়ে দিয়েছি। তিনি নাকি এও বলেছেন, ‘নোংরা কোনওকিছুতে নেই।” তাঁর কথায়, “এটা নোংরা রাজনীতি। আমি তাতে নেই। ওর রাজনীতি করতে পারব না। দিদিকে বলে দিয়েছি।”

আরও পড়ুন: Narendra Modi: ‘আগে সরকারের কাছে ছুটতে হত, এখন…’ গ্রামোন্নয়নের নয়া মন্ত্র শোনালেন মোদী 

একটা সময় এক দলে থাকলেও সুজিত বসু ও সব্যসাচী দত্তের ব্যক্তিগত সমীকরণ একেবারেই মধুর ছিল না। দুই নেতার ‘বিরোধিতা’ ছিল সুবিদিত। এমনটাও শোনা যায় যে, বিধানসভা ভোটের আগে সুজিতও নাকি বিজেপিতে শামিল হতে চেয়েছিলেন। কিন্তু সব্যসাচী দত্তের তীব্র আপত্তির কারণেই সেটা সম্ভব হয়নি। সুজিতকে বলতে শোনা গিয়েছে, “অশুভ লোকের হাত থেকে সাধারণ মানুষ বিধাননগরকে বাঁচিয়ে দিয়েছে।” সেই রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক ফের তৃণমূলে ফেরায় ক্ষোভ উগরে দিলেন সুজিত বসুরা। এদিন বিধানসভা সব্যসাচীর যোগদানের পরে সেখানে না থেকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান তাপস, সুজিত।

আরও পড়ুন: Sabyasachi Dutta in TMC: ঘর ওয়াপসি সব্যসাচীর, পার্থ-ববির হাত থেকে নিলেন ঘাসফুল পতাকা 

Next Article