Recruitment Scam: মানিক-মামলায় ‘ইউটার্ন’ ইডির, চার্জ গঠনের আবেদন করেও সিদ্ধান্ত বদল

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Aug 03, 2023 | 2:14 PM

ED: ইডি জানায়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তারা চার্জ গঠন করতে চায়। তখন বিচারক জানতে চান, 'মানিক-মামলায় আপনাদের কি তদন্ত শেষ? তাহলে রিপোর্ট দিন'। এর কিছুক্ষণ পরই দেখা যায়, ইডি একটি নথি নিয়ে আসে।

Recruitment Scam: মানিক-মামলায় ইউটার্ন ইডির, চার্জ গঠনের আবেদন করেও সিদ্ধান্ত বদল
মানিক ভট্টাচার্য।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মানিক-মামলায় সুর বদল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED) মত বদল। চার্জ গঠন করার আবেদন করেও তুলে নিল ইডি। তদন্ত-শেষের রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সে রিপোর্ট জমা না দিয়ে চার্জ গঠনের যে আবেদন ইডি করেছিল, সেই আবেদনই প্রত্যাহার করে নিল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার? ইডির যুক্তি, একজন অভিযুক্তর চার্জ তাঁরা গঠন করতে চায় না। বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও চার্জ গঠন করতে চায়। সে কারণে আজই চার্জগঠন নয়, আগামিদিনে তাঁরা চার্জ গঠন করবে।

বৃহস্পতিবার আলিপুর আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মামলার শুনানি ছিল। শুরুতেই ইডি জানায়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তারা চার্জ গঠন করতে চায়। তখন বিচারক জানতে চান, ‘মানিক-মামলায় আপনাদের কি তদন্ত শেষ? তাহলে রিপোর্ট দিন’। এর কিছুক্ষণ পরই দেখা যায়, ইডি একটি নথি নিয়ে আসে। তা জমা দেওয়ার আগমুহূর্তেই কার্যত ‘নাটকীয় ইউটার্ন’ নেয় ইডি। আদালতকে জানায়, চার্জশিট গঠনের আবেদনটাই তারা রাখছে না।

প্রসঙ্গত, এদিন চার্জশিট গঠনের আবেদন নিয়ে মানিক ভট্টাচার্যের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত প্রশ্ন তুলেছিলেন। তিনি সওয়াল করেন, কীভাবে তাঁর মক্কেলের আগে গ্রেফতার হওয়াদের চার্জশিট গঠন না করে, একই মামলায় পরে গ্রেফতার হওয়া মানিকের চার্জ গঠন হচ্ছে? এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারপরই দেখা যায়, ইডির সিদ্ধান্তবদল। বরং ফের মানিক ভট্টাচার্যের জেল হেফাজত চাইল ইডি।

ইডির এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি ভাবি, এটা হওয়া সমীচীন নয়। তবে তদন্তকারী অফিসারদের জায়গা থেকে ভাবলে, হতে পারে নতুন কোনও মোড় পেয়েছে এই তদন্তে। নতুন দিশা পেয়েছে। তাই হয়ত তদন্তকারীদের আরও কিছুটা সময় দরকার। এই বিচারাধীন বিষয়। আইনের কী ধারা আছে সেসব না জেনে মন্তব্য করাটা ঠিক নয়।”

Next Article