Sayantika Banerjee On Tanmoy Bhattacharya: ইস্যু তন্ময়! মঙ্গলের বিকেলে ‘কোমর বেঁধে’ পথে নামছেন সায়ন্তিকারা

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 28, 2024 | 9:27 PM

Sayantika Banerjee: সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সায়ন্তিকা। সেখানে তিনি লিখেছেন, 'আপনাদের কাছে অনুরোধ সকলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন ও এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন।'

Sayantika Banerjee On Tanmoy Bhattacharya: ইস্যু তন্ময়! মঙ্গলের বিকেলে কোমর বেঁধে পথে নামছেন সায়ন্তিকারা
মঙ্গলের বিকেলে পথে নামছেন সায়ন্তিকা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: আরজি কর ইস্যুতে তপ্ত রাজ্য। তার মধ্যেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় বঙ্গ রাজনীতিতে কার্যত জল আরও ঘোলা হয়েছে। তারপর আবার সামনেই রয়েছে উপ-নির্বাচন। ফলে তন্ময়ের ঘটনাকে হাতিয়ার করে সিপিএম-কে ব্যাকফুটে রাখতে শাসকদল তৃণমূল কোনও আটঘাট বেঁধে নামছে। সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদের এবার পথে নামছেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সায়ন্তিকা। সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ সকলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন ও এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন।’

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার উত্তর বরাহনগরে মিছিল হবে। শুরু হবে নর্থ টাউন তৃণমূলের পার্টি অফিস থেকে। বিকেল চারটের সময় এই মিছিল হবে। ওই একই দিনে আবার দক্ষিণ বরাহনগর থেকে বিকেল পাঁচটায় আরও একটি তৃণমূলের মিছিল বের হবে। শেষ হবে বরাহনগর স্ট্রেট জেনারেল হাসপাতালে। মিছিলেন নেতৃত্ব দেবেন বিধায়ক সায়ন্তিকা। বস্তুত, এই কেন্দ্রে উপনির্বাচনের সময় সায়ন্তিকার বিপরীতে লড়েছেন সিপিএম-এর তন্ময় ভট্টাচার্য ও বিজেপি-র সজল ঘোষ।

প্রসঙ্গত, রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছিলেন। প্রবীণ এই সিপিএম নেতা নাকি তাঁর কোলে বসে পড়েছেন। এরপর মুহূর্তেই সেই ভিডিয়ো পোস্ট করেন তৃণমূলের কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্যরা। শাস্তির দাবি তোলেন। ইতিমধ্যেই এই ঘটনায় বরাহনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতা।

 

Next Article