Tapas-Sudip: ‘আমার বাড়িতে ইডি আসার পিছনে সুদীপের হাত’, বিস্ফোরক তাপস

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Mar 02, 2024 | 12:02 AM

TMC: সম্প্রতি তাপসের বাড়িতে ইডি হানা দিয়েছিল। বিধায়কের দাবি, তাঁর বাড়িতে ইডির হানার নেপথ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। তাঁর বাড়িতে ইডির টিম হানা দেওয়ায় নাকি উল্লাস করেছিলেন সুদীপ। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তাপস রায়।

Tapas-Sudip: আমার বাড়িতে ইডি আসার পিছনে সুদীপের হাত, বিস্ফোরক তাপস
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক আরও এক তৃণমূল নেতা তাপস রায়। সম্প্রতি তাপসের বাড়িতে ইডি হানা দিয়েছিল। বিধায়কের দাবি, তাঁর বাড়িতে ইডির হানার নেপথ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। তাঁর বাড়িতে ইডির টিম হানা দেওয়ায় নাকি উল্লাস করেছিলেন সুদীপ। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তাপস রায়। শুক্রবার সন্ধেতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। সুদীপকে ‘মোদী-ভক্ত’ বলে কটাক্ষ করেছেন। আর এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তর কলকাতার অপর দুঁদে তৃণমূল নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়। সরাসরি বললেন, ‘আমার বাড়িতে ইডি আসার পিছনে হাত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।’

উত্তর কলকাতায় তাপস ও সুদীপের ঠোকাঠুকি নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন সময়ে তৃণমূলের এই দুই প্রথম সারির নেতার ঠোকাঠুকির ছবি ধরা পড়েছে। আজ সন্ধেয় বিজেপির সঙ্গে আঁতাতের যে তত্ত্ব এদিন কুণাল উস্কে দিয়েছেন, সেই নিয়ে তাপসও বললেন, ‘সেটা না হলে ওঁর মুশকিলও আছে। রোজভ্যালিতে কীসব কেস-টেস আছে না। সেই সমস্ত নিয়ে… ওর জামিন কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাও তো চাঁদের হাট সাজিয়ে মাঝে মাঝে গর্ব করে বলে, ওঁর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সখ্যতার কথা।’

তাপস রায় বর্তমানে বরাহনগরের বিধায়ক হলেও, উত্তর কলকাতার রাজনীতির আঙিনায় তিনি অতি পরিচিত। আজ কুণাল সুদীপের বিরুদ্ধে মুখ খুলতেই ফের উত্তর কলকাতার দলীয় সাংসদের বিরুদ্ধে সরব তাপস। সুদীপের ভয়ঙ্কর অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক। বললেন, ‘আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাকে দলের সকলেই বলেছেন। সর্বস্তরের নেতা, সাংসদ, বিধায়করা বলেছিলেন, এটা ওঁরই কাজ। আমার বাড়িতে ১২তারিখ ইডি ঢোকে। তার আগে ২, ৪, ৭ – এই তিনদিন ওঁর বাড়িতে আলোচনাও করেছিল, সে কথাও আমাকে এসে অনেকে বলে গিয়েছেন।’

প্রতিবেদনটি যে সময়ে প্রকাশিত হচ্ছে, তখনও পর্যন্ত এই বিষয়ে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article