Nabanna: বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 12, 2024 | 5:02 PM

Nabanna: প্রসঙ্গত, ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরুর করার কথা। তার আগে আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক‍্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচ‍য় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন।

Nabanna: বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
নবান্ন
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ট‍্যাবের টাকা নিয়ে দুর্নীতির পরে বাংলার আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি রুখতে নতুন পদক্ষেপ রাজ‍্য সরকারের। আবাস যোজনায় এক উপভোক্তার টাকা যাতে অন্যের অ্যাকাউন্টে না ঢুকে যায় তা রুখতে এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেবে রাজ্য সরকার। যার ভিত্তিতে তার সঠিক পরিচয় বেরিয়ে আসবে। মূলত শিবির করে করে এই অ‍্যকাউন্টের যাচাই হবে। মোবাইলের সঙ্গে যাঁদের আধার যুক্ত নয় তাঁদের বায়োমেট্রিক নেও‍য়া হবে। পাস বইয়ের জেরক্স ও ক্যানসেল চেক দিতে হবে। ইতিমধ্যেই অর্থ দফতর সব দফতর কে রিসার্ভ ব্যাঙ্কের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভ্যালিডিটেশন করতে হবে বলে নবান্ন সূত্রে খবর।

প্রসঙ্গত, ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরুর করার কথা। তার আগে আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক‍্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচ‍য় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। পরে ক‍্যাম্প থেকে সবুজ সঙ্কেত মিললে তবে উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা।

এই পুরো প্রক্রিয়াটির জন‍্য বিশেষ পোর্টাল খোলা হচ্ছে। কী কী নিয়ম মানতে হবে তার তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে । এমনকী, ক‍্যাম্পে উপভোক্তার নাম-পরিচয়-ব্যাঙ্কের তথ‍্য যাচাই করা হবে আধারের সংযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি গেলে তার পরেই চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা।

Next Article