সভাঘরে মুখোমুখি মমতা-অমিত
কলকাতা: পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্ন সভাঘরে একই মঞ্চে মুখোমুখি শাহ-মমতা। তবে একান্ত সাক্ষাত্ নিয়ে তুঙ্গে জল্পনা। গতরাতে শহরে এসেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে শাহি বৈঠক। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে মজবুত করে একযোগে কাজ করার বার্তা মোদীর সেকেন্ড ইন কমান্ডের।
এক নজরে
- দুপুর ২.১০ মিনিটে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢোকেন অমিত শাহ। প্রায় কুড়ি মিনিট সেখানে ছিলেন অমিত শাহ।
- মিনিট চল্লিশের বেশি সময় ধরে এদিন নবান্নে বৈঠক হল পূর্বাঞ্চলীয় পরিষদের। অমিত শাহর সভাপতিত্বে ওই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে এখনও রাজ্য বা কেন্দ্রের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর, রেল এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য অব্যবহৃত জমির প্রসঙ্গটি রাজ্যের তরফে তুলে ধরা হয় বৈঠকে। এর পাশাপাশি পাচার সমস্যা মোকাবিলায় রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব সংক্রান্ত বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে সূত্রের খবর।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহর পৃথক কোনও বৈঠক হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে অমিত শাহকে স্বাগত জানানোর সময়, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ কথা বলেন তাঁর সঙ্গে। সূত্রের খবর, সেই সময় ১০০ দিনের কাজের টাকার বিষয়েও কথা হয়েছে তাঁদের মধ্যে।
- সভাঘরের বাইরে থেকে দেখা যাচ্ছে, Iscs এর সেক্রোরিয়েটের সেক্রেটারি, বিএসএফের ডিজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন। মাঝেমধ্যে কথা বলছেন অমিত শাহও।
- বেলা ১টায় মিটিং শেষ হওয়ার কথা থাকলেও, এখনও বৈঠক চলছে।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক হতে পারে হেমন্ত সোরেন এবং তেজস্বী যাদবের: সূত্র
- বৈঠকে উপস্থিত বিজয় চৌধুরী, বিহারের অর্থমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যসচিব সুখদেব সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, বিহারের মুখ্যসচিব আমির শেখবানী-সহ প্রমুখরা।
- “বিএসএফ-কে সহযোগিতা করুন”, বৈঠকের শুরুতেই বললেন অমিত শাহ।
- এক দেশ, এক পুলিশ, এই ভাবনায় নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মাঝেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
- সভাঘরে এই মুহূর্তে পাশাপাশি বসে মমতা-অমিত।
- নবীন পট্টনায়েক বৈঠকে অনুপস্থিত, তবে তিনি পাঠিয়েছেন ওড়িশার দুই মন্ত্রীকেও।
- সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতায় এসে পৌঁছন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সঙ্গে রয়েছেন ঝাড়খণ্ডের ডিজিপি হোম সেক্রেটারি চিপ সেক্রেটারি সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
- সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্ন সভাঘরে বৈঠক হবে। বৈঠকে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন হেমন্ত সোরেন ও তেজস্বী যাদব। কথা হবে ৪ রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে।
- এর আগে বিভিন্ন সময় কেন্দ্রের ডাকা বৈঠকে যাননি মমতা। কখনও ব্যস্ততার কারণে, কখনও ক্ষোভ দেখিয়ে। কিন্তু এবার তা হয়নি। নির্দিষ্ট অ্যাজেন্ডা মেনেই নবান্ন সভাঘরে এক মঞ্চে থাকছেন অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়।
- তবে একান্ত বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। আর সেই সম্ভাবনাকে কেন্দ্রে করেই যাবতীয় জল্পনা। কারণ রাজনীতির মাঠে দুই নেতার দেখা হলে রাজনীতির কথা হব সেটাই স্বাভাবিক।
- সূত্রের খবর, শুক্রবার রাজ্য এসেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। বিজেপির রাজ্য দফতরে আধঘণ্টারও বেশি সময় আলোচনায় যোগ দেন তিনি। সুকান্ত, শুভেন্দু, দিলীপ সহ রাজ্যের শীর্ষ নেতারা ছিলেন বৈঠকে।
- পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে মজবুত করে একযোগে কাজ করার বার্তা দেন মোদীর সেকেন্ড ইন কমান্ড।