Weather Update: কুয়াশায় মোড়া শহর কলকাতা, মরশুমে প্রথমবার ২০ ডিগ্রির নীচে নামল পারদ
Today Weather Update: মৌসম ভবন জানিয়েছে, ২৫ নভেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত হাজির হতে চলেছে। ২৬ নভেম্বর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। ২৭ নভেম্বর নাগাদ গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ এখনও স্পষ্ট নয়। তবে সাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হলে ফের বাধা পাবে ঠান্ডা,শুকনো বাতাস।
কলকাতা: বাংলা জুড়ে হেমন্তের শিরশিরানি। মরশুমে প্রথমবার কুড়ির নীচে নামল কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। ১৫-১৬ ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা। তবে কি দুয়ারে শীত? না, সে আশায় জল।হাওয়া অফিস সূত্র খবর, নভেম্বর শেষে আবার ঠান্ডায় কাঁটা পড়তে পারে। কারণ,দুশ্চিন্তা বাড়িয়ে ফের সাগরে দানা বাঁধতে চলেছে গভীর নিম্নচাপ।
মৌসম ভবন জানিয়েছে, ২৫ নভেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত হাজির হতে চলেছে। ২৬ নভেম্বর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। ২৭ নভেম্বর নাগাদ গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ এখনও স্পষ্ট নয়। তবে সাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হলে ফের বাধা পাবে ঠান্ডা,শুকনো বাতাস। বাধা পড়বে পারাপতনে। পিছবে শীতের আগমন।
প্রসঙ্গত, নভেম্বর শেষ হতে চললেও এখনও শীত ঢোকেনি। একদম ভোর আর রাতের দিকে ঠান্ডা লাগালেও শীতের মজা পায়নি বাঙালি। নিম্নচাপের মেঘ যেন বঙ্গের আকাশে ঘোরাফেরা করছে ভাইফোঁটার সময় থেকেই। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধীলির দাপাদাপি দেখা গিয়েছে। তবে এ রাজ্যে না আছড়ে পড়লেও পড়শি বাংলাদেশে আছড়ে পড়েছে।