Abhishek Banerjee’s Eye problem: জমাট বেঁধেছে রক্ত, ফের চোখের সমস্যা অভিষেকের

Abhishek Banerjee's Eye problem: গত অগস্ট মাসেই আমেরিকা থেকে চোখের চিকিৎসা করে ফিরেছিলেন অভিষেক। সেখানে চিকিৎসকের সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একমাসের বেশি সময় পর কলকাতায় ফেরেন তৃণমূল নেতা।

Abhishek Banerjee's Eye problem: জমাট বেঁধেছে রক্ত, ফের চোখের সমস্যা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 10:00 AM

কলকাতা: ফের চোখের সমস্যা দেখা দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল সাংসদের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। অধিক সময়ে কন্ট্যাক লেন্স পরে থাকার কারণে চোখের সমস্যা দেখা দিয়েছে। তবে দলের তরফে সরাসরি এই বিষয়ে কারোর প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলায়’ এই খবর প্রকাশিত হয়েছে।

গত অগস্ট মাসেই আমেরিকা থেকে চোখের চিকিৎসা করে ফিরেছিলেন অভিষেক। সেখানে চিকিৎসকের সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এক মাসের বেশি সময় পর কলকাতায় ফেরেন তৃণমূল নেতা। জানা গিয়েছে, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে থাকাকালীনই অভিষেকের চোখের সমস্যার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলন শেষের পর তিনি অভিষেকের কাছে যান। চোখের সমস্যা নিয়ে জানতে চান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে অভিষেকের গাড়ির। তখনই বাম চোখে আঘাত পান তৃণমূল এই নেই। এরপর ২০২২ সালে নিউইয়র্কে প্রায় ৭ ঘণ্টার অপারেশন হয়েছিল অভিষেকের চোখে। এ দিকে, আজ আবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে অভিষেক থাকবেন কি না তা জানতে পারা যায়নি।