Topsia Fire Broke out: এলাকার বিধায়ক জাভেদ খান আসেন ঘটনাস্থলে। তিনি জানান, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল খুব দ্রুত আগুন নেভাতে সাহায্য করেছে। যেই সময় আগুন ধরে গিয়েছিল তখন ভিতরে অনেকে ছিলেন। তবে আশপাশের লোকজন সকলে মিলে তাদের সেখান থেকে সরাতে সাহায্য করেছে।"
দমকল আধিকারিক সুদীপ্ত বীট বলেন, “আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুন ধরেছে তা প্রাথমিক তদন্তের পর বলা যাবে। কোনও হতাহতের খবর নেই। তবে আমাদের স্থানীয় বাসিন্দারাও অনেক সাহায্য করেছে।”
এলাকার বিধায়ক জাভেদ খান আসেন ঘটনাস্থলে। তিনি জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল খুব দ্রুত আগুন নেভাতে সাহায্য করেছে। যেই সময় আগুন ধরে গিয়েছিল তখন ভিতরে অনেকে ছিলেন। তবে আশপাশের লোকজন সকলে মিলে তাদের সেখান থেকে সরাতে সাহায্য করেছে।”
কারখানার কর্মী বলেন, “এটি রবার কারখানা। তবে এখানে অনেক কার্টুন রাখা ছিল। আমরা রাত্রিবেলা কাজ করে শুয়ে ছিলাম। সকাল নাগাদ পোড়া গন্ধ পাই। ঘুম ভাঙতেই উঠে দেখি আগুন লেগেছে। দমকল এসে নিভিয়েছে। এখনও অল্প অল্প আগুন জ্বলেছে কয়েকটা জায়গায়।”
আগুন লাগার ঘটনায় দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। জানা গিয়েছে, দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘিঞ্জি এলাকায় রবার কারখানাটি অবস্থিত হওয়ায় কার্যত আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত বেগ পেতে হচ্ছে।
জানা গিয়েছে ওই গোডাউনের আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে পাশের কারখানা এবং গোডাউনে।
মূলত, যেখানে কারখানাটি অবস্থিত সেই জায়গাটি অত্যন্ত সরু। পরপর গোডাউন-দোকান রয়েছে সেখানে। এ দিকে, দাউদাউ করে আগুন জ্বলে যাওয়ায় আতঙ্কে বেরিয়ে পড়েন সেখানে কর্মরত কর্মীরা।
আজ সকালে তপসিয়ার একটি রবার কারখানায় আগুন ধরে যায়। প্রথমে ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের গোডাউনে। তবে কী থেকে আগুন ধরেছে তা এখনও জানতে পারা যায়নি।