Local Train Cancelled: শনি-রবিবার বেরনোর প্ল্যান? ফের শিয়ালদহ শাখায় বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন
Local Train Cancelled: একদিন আগেই আবার বারুইপুর স্টেশনে সিগন্যাল বিভ্রাটের জন্য ৩৭টি ট্রেন দেরিতে চলেছিল। যার দায় আবার রেল রাজ্যের দিকে ঠেলেছিল। রেলের অভিযোগ, বিদ্যুৎ দফতরের কাজের গোলযোগের জন্য সিগন্যালের তার ছিঁড়ে ওই অবস্থা হয়েছিল।

কলকাতা: ফের কাজ হবে দমদমে। আর সে কারণেই সপ্তাহান্তে ফের বাতিল হতে চলেছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। একদিন আগেই আবার বারুইপুর স্টেশনে সিগন্যাল বিভ্রাটের জন্য ৩৭টি ট্রেন দেরিতে চলেছিল। যার দায় আবার রেল রাজ্যের দিকে ঠেলেছিল। রেলের অভিযোগ, বিদ্যুৎ দফতরের কাজের গোলযোগের জন্য সিগন্যালের তার ছিঁড়ে ওই অবস্থা হয়েছিল। যার জেরে প্রায় ৩৭টি ট্রেন দেরিতে চলে। চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। এবার রেলের কাজ হবে দমদমে। সে কারণেই আগামী শনিবার ও রবিবার প্রচুর ট্রেন বাতিল হতে চলেছে।
৫ তারিখ বাতিল থাকছে আপ 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল, বাতিল থাকছে ডাউন 32252 ডানকুনি-শিয়ালদহ লোকাল। ৬ তারিখ বাতিল থাকছে…
শিয়ালদহ-হাবরা: আপ 33651, 33653/ডাউন 33652, 33654
- শিয়ালদহ-দত্তপুকুর : ডাউন 33612
- শিয়ালদহ-বনগাঁ জং : আপ 33811, 33817/ ডাউন 33824, 33826
- শিয়ালদহ-বারাসাত : আপ ৩৩৪৩১/ডাউন ৩৩৪৩২
- শিয়ালদহ-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220
- শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: ডাউন 31312
- শিয়ালদহ-নৈহাটি: আপ 31411, 31415/ ডাউন 31412, 31414, 31422
- কোমাগাটা মারু বজবজ-শিয়ালদহ: আপ 34117
- নৈহাটি-কল্যাণী সীমান্ত আপ 31191
অন্যদিকে রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ৬ তারিখ লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় এক জোড়া (34935/34914) বাতিল থাকছে। ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা থেকেই যাচ্ছে।
