কলকাতা: রাজ্যের পর্যটন ক্ষেত্র (Tourism Sector) নিয়ে জারি করা হোক এসওপি। এমনটাই দাবি তুলছেন ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সদস্যরা। তাঁদের মতে, ধীরে ধীরে সমস্ত পর্যটন ক্ষেত্র খোলার ব্যবস্থা করুক রাজ্য সরকার (West Bengal Govt)। একইসঙ্গে তাঁদের দাবি, পর্যটকদের মন থেকে ভয় দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সরকার। তবে, শুধু কোভিড নয়, সামগ্রিকভাবেই পর্যটনকে নিয়ে যাতে রাজ্য সরকার চিন্তা ভাবনা করে, সেই আর্জি জানানো হয়েছে। এর পাশাপাশি পর্যটন যাতে একটি শিল্পের মর্যাদা দেওয়া হয়, তাও বিবেচনা করে দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, উদ্ভুত করোনা পরিস্থিতির কারণ, ফের হোঁচট খেয়ে পড়েছে পর্যটন। দীঘা, মন্দারমণি থেকে শুরু করে উত্তর বঙ্গে পর্যটন কেন্দ্রগুলি এখন কার্যত শুনশান। যে পর্যটকরা ছিলেন, তাঁরাও তড়িঘড়ি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরেছেন। ৩ জানুয়ারি রাজ্যে ফের নতুন করে করোনার কড়াকড়ি চালু হতেই বাংলার সব পর্যটক ক্ষেত্রগুলিতে একই ছবি। এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোমবার একটি স্মারকলিপি পাঠানো হয় ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফে। তাদের বক্তব্য, এই স্মারকলিপি রাজ্য সরকার বা তার পদক্ষেপকে খাটো করে দেখানোর জন্য নয়। বরং রাজ্যের পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং তাঁদের পরিবারের লোকেরা যে করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সব দিক যাতে রাজ্য সরকার বিবেচনা করে দেখে, তাই জানানো হয়েছে স্মারকলিপিতে।
সমস্যার সমাধানে পর্যটক ক্ষেত্রের সঙ্গে বিভিন্ন সংস্থা, সংগঠনগুলি এবং রাজ্য সরকার যাতে একসঙ্গে বসে ভ্রমণপ্রেমীদের জন্য একটি এসওপি তৈরি করে দেয়, সেই আবেদনও জানানো হয়েছে স্বারকলিপিতে। এতে শুধু বর্তমান সময়েই নয়, এর পাশাপাশি, আগামী দিনেও স্বাস্থ্যবিধি মেনে চলা যাবে বলে মনে করছে ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।’
উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশিকার পরই মাথায় হাত পড়েছে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত একটি বড় অংশে। সমস্যায় পড়েছে বিভিন্ন পর্যটন সংস্থাগুলি। শুধু তাই নয়, এর পাশাপাশি এই পর্যটন ক্ষেত্রগুলির অর্থনীতিরও কোমর ভেঙেছে ভ্রমণপিপাসুরা না আসার ফলে। রাজ্যের এমন অনেক পর্যটন ক্ষেত্র রয়েছে, যেখানকার স্থানীয়দের আয়ের একটি মূল উৎস হল পর্যটন। কিন্ত বর্তমান পরিস্থিতিতে কীভাবে সংসার টানবেন, তা ভেবেই কূল কিনারা পাচ্ছেন না তাঁরা। এই পরিস্থিতিতে রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলি শর্ত সাপেক্ষে খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সদস্যরা।
আরও পড়ুন : BJP Bengal: বনগাঁ লোকালের পর এবার বিজেপির দফতরের সামনে অমিতাভকে সরানোর দাবিতে পড়ল পোস্টার