Trinamool Congress: দলের খোলনলচেই বদলাতে চায় তৃণমূল! অভিষেকের ডাকে সোমবার থেকে মেগা বৈঠক: সূত্র
Trinamool Congress: সূত্রের খবর, জেলার ব্লক সভাপতিদের নিয়ে আইপ্যাক যে তালিকা তৈরি করেছে তা নিয়েই বৈঠকে দীর্ঘ আলোচনা হতে পারে বিধায়কদের সঙ্গে। তারপরই বদলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদলের পথে তৃণমূল কংগ্রেস। জেলাওয়ারি বৈঠক ডাকলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কী রদবদল হবে, বৈঠকে কারা থাকবেন, তা নিয়ে শুরু হয়েছে জোরদার চাপানউতোর। সূত্রের খবর, আগামী সোমবার থেকে ক্যামাক স্ট্রিটে শুরু মেগা বৈঠক। থাকছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, থাকছেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন।
সূত্রের খবর, এই বৈঠক থেকেই জেলার ব্লক সভাপতিদের তালিকা চূড়ান্ত হবে। আইপ্যাকের সমীক্ষার ভিত্তিতে হবে আলোচনা। বৈঠকে ডাক পড়ছে বিধায়ক থেকে জেলা সভাপতিদেরও। এর আগে ২০২২ সালে এরকমই আরও একটি বৈঠক দেখা গিয়েছিল। সেইবারও জেলাওয়ারি বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, জেলার ব্লক সভাপতিদের নিয়ে আইপ্যাক যে তালিকা তৈরি করেছে তা নিয়েই বৈঠকে দীর্ঘ আলোচনা হতে পারে বিধায়কদের সঙ্গে। তারপরই বদলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ছাব্বিশের ভোটে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। সে ক্ষেত্রে তৃণমূল চাইছে তৃণমূল স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজাতে। সে ক্ষেত্রে অভিষেকের ডাকে এই জেলাওয়ারি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের।
