কলকাতা: উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) তৃণমূলের (Trinamool Congress) অবস্থান নিয়ে জল্পনা চলছিলই। এনডিএ (NDA) পদপ্রার্থী জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankar) বিরুদ্ধে মার্গারেট আলভাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে কি না তাও নিয়েও ধোঁয়াশা ছিল। এদিকে একুশের সভা শেষে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা ও লোকসভা সাংসদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তারপরে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান নিয়ে কী হবে তা নিয়ে জল্পনা আরও ঘনীভূত হতে থাকে।
প্রসঙ্গত, আগামী ৬ অগস্ট রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন। তবে এই নির্বাচনে তৃণমূল যে কোনওভাবেই জগদীপ ধনখড়কে সমর্থন করছে না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু, মার্গারেট আলভাকেও সমর্থন করবে না ঘাসফুল শিবির। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। বৃহষ্পতিবার বিকালে সাংবাদিক সম্মেলনে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “আজ সবাইকে বলার সুযোগ দেওয়া হয়েছে। সবাই বলেছেন। অনেকে বলেন তৃণমূলে কোনও গণতন্ত্র নেই। কিন্তু, প্রতিটা সাংসদ আজ তাঁদের নিজেদের বক্তব্য রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সবাই স্বাধীনভাবে নিজেদের মতামত রেখেছেন। সমস্ত আলাপ-আলোচনার পরই দল ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। জগদীপ ধনখড়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, একটা রাজনৈতিক দলের কথা শুনে একতরফাভাবে চলার যে নীতি ছিল তাঁর তা আমরা দেখেছি। কী ভাবে বালার মানুষের উপর উনি আক্রমণ করেছেন তাও আমরা দেখেছি। তাই কোনওভাবেই আমরা এনডিএ-র প্রার্থীকে সমর্থন করতে পারি না। আমাদের কাছে দ্বিতীয় অপশন হিসাবে ছিল বিরোধী পদপ্রার্থীকে সমর্থন করা বা ভোটদানে বিরত থাকা। বৈঠকে আলোচনার সময় ৮৫ শতাংশ সাংসদ ভোটদানে বিরত থাকার কথা বলেন। মমতাকেও তাঁদের সিদ্ধান্তের কথা জানান। যে ভাবে কোনও আলোচনা না করে শেষ মুহূর্তে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক হয়েছে তাতেই তৃণমূল সর্বস্তরের সাংসদরা ঠিক করেছেন তৃণমূল আগামী ৬ তারিখ ভোটদানে বিরত থাকবেন।”