কলকাতা: কয়লাকাণ্ডে বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। বৃহস্পতিবার এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। ইডি সূত্রে খবর, ১৩.৬৩ কোটি টাকার সম্পত্তি এদিন বাজেয়াপ্ত করা হয়। পূর্ব বর্ধমানের গোপীনাথপুর। সেখানেই এই সম্পত্তি রয়েছে। কয়লাকাণ্ডে ক্রমেই তদন্তের গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। একদিকে সিবিআই যখন কয়লাকাণ্ডে ঘটনার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে একের পর এক গুরুতর তথ্য তুলে আনছে। অন্যদিকে ইডি তখন এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তির বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করছে।
কয়লা পাচারকাণ্ডে প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির স্ক্যানারে রয়েছে বিনয় মিশ্রের নাম। এই ঘটনায় মূল অভিযুক্ত লালার ডান হাত হিসাবে বিনয়ের নাম উঠে আসে। এরপর ঘটনার তদন্তে নেমে আরও কয়েকটি নাম পায় তদন্তকারীরা। এর মধ্যে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের নামও পাওয়া যায়। শুক্রবার পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা মূলত দু’টি সংস্থার সম্পত্তি। একটি সংস্থা ‘মিশ্র ব্রাদার্স’ অর্থাৎ বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের নামে রয়েছে। অন্যটি আবার ওই সংস্থার নামে। দু’টি সংস্থারই ডিরেক্টর বিনয় মিশ্র ও বিকাশ মিশ্র।
কয়লাকাণ্ডে গত কয়েকদিনে ইসিএলের আটজন আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। এরমধ্যে প্রাক্তন জেনারেল ম্যানেজাররাও রয়েছেন। এই দুর্নীতির শিকড় যে বহু দূর অবধি গিয়েছে প্রথম থেকেই তা মনে করছিল সিবিআই। তদন্ত যত এগোচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। বিনয় মিশ্রের নামে সম্প্রতি ‘ওপেন এনডেড ননবেলেব্যাল ওয়ারেন্ট’ জারি করা হয়েছে। এই বিশেষ ওয়ারেন্টের কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। এই ওয়ারেন্ট রয়েছে অমিত সিং ও নীরজ সিং নামে আরও দুই ব্যবসায়ীর নামেও। যাঁরা বিনয় মিশ্রের বিশ্বস্ত সঙ্গী বলেই সিবিআইয়ের কাছে খবর রয়েছে। সঙ্গে রয়েছে রত্নেশ্বর ভার্মা নামে আরও একটি নাম।