Kunal Ghosh on Partha Chatterjee: ‘সবার সময় সমান যায় না’, পার্থকে কোন সময়ের কথা বোঝালেন কুণাল?

Kunal Ghosh on Partha Chatterjee: গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া, শিক্ষক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির জন্য পার্থকেই দায়ী মনে করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।

Kunal Ghosh on Partha Chatterjee: ‘সবার সময় সমান যায় না’, পার্থকে কোন সময়ের কথা বোঝালেন কুণাল?
পার্থকে খোঁচা কুণালেরImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 7:20 PM

কলকাতা: “পার্থবাবু আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছেন। আমাকে পাগল বলেছিলেন। আমার যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা থেকে বলছি, যেন ওনাকে কোনও বাড়তি সুবিধা না দেওয়া হয়।” নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption Case) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হতেই এ ভাষাতে তোপ দাগতে দেখা গিয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। তারপর কেটে গিয়েছে এক বছরের বেশি সময়। কিন্তু, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি পার্থ। আদালতে বারবার জামিনের আবেদন করেও হয়নি কাজ। কোনওভাবেই মেলেনি জামিন। এদিকে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে রাজনৈতিক বন্দি বলে দাবি করে বারবার জামিনের আবেদন করছেন। এবার তা নিয়ে ‘কটাক্ষের’ সুর কুণাল ঘোষের (Kunal Ghosh) গলায়। প্রশ্ন তুলে দিলেন পার্থর রাজনৈতিক বোধ নিয়েও। তাঁর সাফ দাবি কোনওভাবেই পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক বন্দি নন। 

এ প্রসঙ্গে এদিন কুণাল বলেন, “ওঁর জানা উচিত বন্দি মুক্তি কমিটি কাদের ছাড়ানোর ব্যবস্থা করে। পার্থ চট্টোপাধ্যায় তো আর রাজনৈতিক বন্দি নন। নিয়োগ দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বন্দি রয়েছেন। এটা ওনার মাথায় রাখা উচিত। তাই এমন কিছু মন্তব্য করা উচিত নয়। কারণ সবার সময় সমান যায় না।” তাঁর এ মন্তব্য নিয়েই বর্তমানে ফের একবার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

এদিকে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া, শিক্ষক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির জন্য পার্থকেই দায়ী মনে করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এদিকে বৃহস্পতিবারও ইডি আদালতে বিচারক শুভেন্দু সাহার এজলাসে পার্থর জামিন মামলার শুনানি হয়। চার্জশিট পেশের পরেও কেন পার্থকে বন্দি করে রাখা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী। তবে পার্থ আদপেই কতটা প্রভাবশালী তা বারেবারে বোঝানোর চেষ্টা করছেন ইডির আইনজীবীরা। গত বছর তাঁকে যখন গ্রেফতার করা হয়েছিল তিনি তখন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বসেছিলেন। এদিন সে কথাও ইডির তরফে ফের মনে করানো হয় আদালতকে। এমনকী গ্রেফতারির মেমোতে নিজেকে মুখ্যমন্ত্রীর আত্মীয় বলেও পরিচয় দিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিন পার্থর জামিন আটকাতে গিয়ে আদালতে এই সমস্ত তথ্যই ফের একবার তুলে ধরেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি, অভিজিৎ ভদ্র ও ভাস্কর বন্দ্যোপাধ্যায়।