Tulsi Tree: ‘আমার বাড়িতে ৪০টা তুলসী গাছ আছে… সব জায়গায় লাগানো যায় না…’, নিয়ম বুঝিয়ে বললেন মমতা
Tulsi Tree: 'নিজের বাড়িতে তুলসী গাছ লাগালেন না কেন?' প্রশ্ন তুললেন মমতা। বিজেপির বিক্ষোভ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা: গত কয়েকদিনে বঙ্গ রাজনীতির চর্চায় উঠে এসেছে তুলসী গাছ। এই গাছ মাথায় নিয়ে বিজেপি নেতাদের প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে। এমনকী তুলসী গাছ নিয়ে বিধানসভাতেও বিক্ষোভ প্রদর্শন করেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। এবার সেই আবহেই তুলসী গাছের গুরুত্ব বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, তাঁর বাড়িতে ৪০টি তুলসী গাছ আছে। তিনি জানেন, কোথায় তুলসী বসাতে হয়, কোন ধর্মীয় আচারে লাগে তুলসী। রবীন্দ্র নগরের ঘটনার পর তুলসী গাছ নিয়ে বিক্ষোভ চলে। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “তুলসী কয় রকমের হয় জানেন? তুলসীর মধ্যে লক্ষ্মীও আছে, নারায়ণও আছে। সব জায়গায় তুলসী গাছ লাগানো যায় না, সম্মানের সঙ্গে লাগাতে হয়। আমরা শ্রীকৃষ্ণকে তুলসী দিই, জগন্নাথকে তুলসী দিই।”
মমতা আরও বলেন, “আপনি নিজের বাড়িতে তুলসী গাছ লাগালেন না কেন? এভাবে দেবতাদের অসম্মান করা হয়, এগুলো অন্যায়। আজ দুর্গাপুজোর সময় অনেকে দেশের বাড়িতে যান। তাই বলে কি তার বাড়িটা আমি দখল করে নিতে পারি?”
