কলকাতা: ফের কলকাতায় বেআইনি কল সেন্টার (Fake Call Centre) খুলে লোক ঠকানোর ব্যবসা চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রচুর কম্পিউটার, হার্ড ডিস্ক, আইফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিনোদ কুমার সিং ও রাজেশ সিং বাঘেল। প্রথমজনের বয়স ৪৮ বছর। দ্বিতীয় জন ৪৫ বছর বয়সী। দু’জনেরই বাড়ি কাশীপুর থানা এলাকায়। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল সেক্টর ফাইভে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার একটি বহুতলে ঘর ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছে। এরপরই শুক্রবার সেখানে অভিযান চালায় পুলিশ।
বিনোদ কুমার সিং ও রাজেশ সিং বাঘেলকে গ্রেফতারের পাশাপাশি ওই অফিস থেকে ৬২ টি কম্পিউটার, ৬২টি হার্ড ডিস্ক, ৬১টি আইফোন, ২টি মোবাইল ফোন, কাস্টমারের সাতটি ডেটা শিট, একটি এমপ্লয়ি অ্যাটেনডেন্স রেজিস্টার-সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট অ্যাড্রেস, বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে। অভিযোগ, আইনের চোখকে ধুলো দিয়ে মূলত বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির ডিল করতেন ধৃতরা।
শহরে ভুয়ো আধিকারিকদের পাশাপাশি ভুয়ো কল সেন্টারের হদিশ ভাবাচ্ছে প্রশাসনকে। প্রতারকদের জাল কত দূর বিছিয়ে রয়েছে, তা গোটাতে এবার মরিয়া তদন্তকারীরা। এর আগেও একাধিক ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলেছে এই সল্টলেক এলাকায়। তথ্য প্রযুক্তি নগরীতে বিভিন্ন গলি ঘুপচিতে এরকম বেআইনি কল সেন্টার মাথা চাড়া দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
কিছুদিন আগে পার্কস্ট্রিটেও এ ভাবে ভুয়ো কল সেন্টারের হদিশ পান তদন্তকারীরা। সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। একটি বিশ্ব খ্যাত সংস্থার নাম করে কল সেন্টার খুলেছিলেন ধৃতরা। সেখানেই পেতেছিলেন জালিয়াতির ফাঁদ। কম্পিউটার সারানো কিংবা বিভিন্ন গ্যাজেটস সারানোর নাম করে ব্রিটেনের বিভিন্ন সংস্থার সঙ্গে প্রথমে যোগাযোগ করতেন তাঁরা। তারপর সরাসরি সেখানকার বাসিন্দাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রতারণার জালে ফেলতেন।