CRPF নিয়ে বিধানসভায় ঢুকতেই ‘বাধা’ দুই বিজেপি বিধায়ককে, ছুটে এলেন মার্শাল

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Nov 05, 2024 | 7:31 PM

West Bengal Assembly: ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু সময়ের জন্য এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষে বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রবেশ নিয়ে যে নির্দেশ রয়েছে তা দেখান বিধানসভার মার্শাল। তাতেই আগুনে খানিক জল পড়ে।

CRPF নিয়ে বিধানসভায় ঢুকতেই ‘বাধা’ দুই বিজেপি বিধায়ককে, ছুটে এলেন মার্শাল
রাজনৈতিক মহলে চাপানউতোর
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: ২৫ নভেম্বর থেকে বিধানসভায় শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। একশোদিনের কাজ, আবাস যোজনা নিয়ে একগুচ্ছ প্রস্তাব আসছে বলেও শোনা যাচ্ছে। এদিকে এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনী ঢোকা নিয়ে বিধানসভা কর্তৃপক্ষের সঙ্গে বচসা বিজেপি বিধায়ক অশোক দিন্দার। গাড়ি চালকের আসনে ছিলেন অশোক নিজেই। পাশের আসনে ছিলেন শঙ্কর ঘোষ। গাড়িতে ছিলেন অশোক দিন্দার নিরাপত্তায় থাকা দুই সিআরপিএফ জওয়ান। সেই গাড়ি নিয়ে অশোক দিন্দা বিধানসভায় প্রবেশ করতে গেলে বিধানসভার নিরাপত্তা রক্ষীরা গাড়ি আটকে দেন। তা নিয়েই শুরু হয়ে যায় বচসা। 

ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু সময়ের জন্য এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষে বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রবেশ নিয়ে যে নির্দেশ রয়েছে তা দেখান বিধানসভার মার্শাল। তাতেই আগুনে খানিক জল পড়ে। কিছু সময়ের মধ্যে দেখা যায় সিআরপিএফ জওয়ানরা গাড়ি থেকে নেমে যাচ্ছেন। 

প্রসঙ্গত, একুশ সালে সপ্তদশ বিধানসভার শুরুতেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশের উপর নিষেধাজ্ঞা কেন্দ্রিক নির্দেশ দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছে বিজেপি। সেই মামলার মাঝেই মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী ঢোকা নিয়ে বিধানসভায় কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি বিধায়কেরা। যা নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক মহলেও। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article