কসবার স্কুলে আরও দুই শিক্ষিকা করোনা ‘পজিটিভ’! ৩৩ পড়ুয়ার কোভিড টেস্ট

Feb 26, 2021 | 12:55 PM

গত মঙ্গলবার কসবা চিত্তরঞ্জন হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষিকার করোনা (COVID 19) ধরা পড়ে।

কসবার স্কুলে আরও দুই শিক্ষিকা করোনা পজিটিভ! ৩৩ পড়ুয়ার কোভিড টেস্ট
বন্ধ হল দিল্লির সমস্ত স্কুল।

Follow Us

কলকাতা: কসবা চিত্তরঞ্জন হাইস্কুলের আরও দুই শিক্ষিকার করোনা (COVID-19) রিপোর্ট পজিটিভ। বৃহস্পতিবারই এই রিপোর্ট আসে বলে সূত্রের খবর। এর জেরে উদ্বেগ বেড়েছে স্কুল কর্তৃপক্ষের। জানা গিয়েছে, ৩৩ জন পড়ুয়ার কোভিড-১৯ পরীক্ষাও করানো হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোনওরকম মন্তব্য করতে চায়নি।

অতিমারির কারণে টানা কয়েকমাস স্কুল, কলেজ বন্ধ থাকার পর ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চলছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এ রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হয়েছে। এরইমধ্যে গত মঙ্গলবার কসবা চিত্তরঞ্জন হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষিকার করোনা ধরা পড়ে।

আরও পড়ুন: বিশ্ব নারী দিবসে পথে নামছেন মমতা, ভবানীপুর থেকে পদযাত্রা তৃণমূলের

খবর ছড়াতেই উদ্বেগ চরমে ওঠে। তড়িঘড়ি স্কুল বন্ধ করে দেওয়ার পাশাপাশি স্কুল ভবন স্যানিটাইজ করা হয়। ওই শিক্ষিকার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকেই করোনা পরীক্ষার পরামর্শও দেওয়া হয়। সূত্রের খবর, বেশ কয়েকজন এই পরীক্ষা করান। এর মধ্যে ৩৩ জন ছাত্রও রয়েছে।

মূলত কোভিড আক্রান্ত ওই শিক্ষিকা একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস নিতেন। তাই এই দুই শ্রেণির পড়ুয়াদেরই কোভিড টেস্ট করানো হয়। এরইমধ্যে চাপ বাড়াল আরও দু’জন শিক্ষিকার কোভিড রিপোর্ট। যদিও এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক কোনও মন্তব্য করতে চাননি।

Next Article