কসবার ঘটনার জের, কোভিড বিধি পর্যবেক্ষণে স্কুলে স্কুলে পরির্দশনের নির্দেশ
স্কুল খুলেছে নিউ নর্মালে (New Normal)। মাস্ক-স্যানিটাইজারের বিধি কতটা মানা হচ্ছে, তা খতিয়ে দেখতেই এই নির্দেশ।
কলকাতা: করোনার (COVID19) বিধি -নিষেধে এখন আনেকটাই অভ্যস্ত মানুষ। একটু একটু করে ছন্দে ফিরছে জীবন। সরকারি নির্দেশে খুলে গিয়েছে স্কুল। সব ক্লাস না হলেও আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদেরই স্কুলে যাওয়ায় ছাড়পত্র মিলেছে। কিছুটা আশঙ্কা নিয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন বাবা-মায়েরা। কিন্তু তার মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে কসবার স্কুলের ঘটনায়। এরপরই বিশেষ নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর (Education Department)।
বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্যের সব স্কুলগুলিতে নিয়মিত পরিদর্শন করা হয়। কোভিড বিধি মানা হচ্ছে কিনা, তা দেখতেই এই পদক্ষেপ সরকারের।
আরও পড়ুন: ‘স্বপ্নের নায়িকা যদি বাইকে বসেন, তাহলে…’
স্কুল খোলার কিছুদিনের মধ্যেই করোনা আক্রান্ত হন কসবা চিত্তরঞ্জন হাই স্কুলের এক শিক্ষক। তড়িঘড়ি স্কুলটি বন্ধ করে দেওয়া হয়, স্যানিটাইজও করা হয়। আপাতত স্কুল বন্ধই থাকছে। স্কুল ফের কবে খুলবে তা নোটিশ দিয়ে জানানো হবে।
আরও পড়ুন: একমাত্র বিজেপির সঙ্গেই আমার বিশ্বাস মিলেছে: পায়েল সরকার
উল্লেখ্য, অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। কেন্দ্রের তরফে একাধিক রাজ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ টিম পাঠানো হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। তাই নতুন করে বিভিন্ন পরিষেবা খোলার ক্ষেত্রে আশঙ্কা থাকছেই।