Durga Puja: কলকাতায় ‘রামমন্দির’ উদ্বোধন করবেন খোদ অমিত শাহ

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Oct 12, 2023 | 4:10 PM

Amit Shah in Kolkata Durga Puja: শহরের বিভিন্ন বড় পুজো কমিটিগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন রাজনীতিকদের নাম। এক এক নেতা, এক এক পুজো কমিটির পৃষ্ঠপোষক। সেরকমভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোও বিজেপি নেতা সজয় ঘোষের পুজো বলেই পরিচিত।

Durga Puja: কলকাতায় রামমন্দির উদ্বোধন করবেন খোদ অমিত শাহ
অমিত শাহ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: শহরের আকাশে-বাতাসে এখন আগমনীর সুর। আলোর রোশনাইয়ে সেজে উঠছে তিলোত্তমা। বড় পুজো (Durga Puja 2023) কমিটিগুলিতে এখন শেষ মুহূর্তের তৎপরতা। বৃহস্পতি থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়ে যাচ্ছে। আজ শ্রীভূমির পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) দুর্গাপুজোর উদ্বোধন হতে চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) হাত ধরে। আগামী ১৬ অক্টোবর, দ্বিতীয়ায় সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে শহরে আসতে চলেছেন শাহ।

শহরের বিভিন্ন বড় পুজো কমিটিগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন রাজনীতিকদের নাম। এক এক নেতা, এক এক পুজো কমিটির পৃষ্ঠপোষক। সেরকমভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোও বিজেপি নেতা সজয় ঘোষের পুজো বলেই পরিচিত। এবার সেখানে পুজোর থিম রাম মন্দির। অযোধ্যায়র রাম মন্দিরের এখনও উদ্বোধন হয়নি, তবে তার আগেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দিরের আদলে। মূল রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই, সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির এবার উদ্বোধন হতে চলেছে। তাও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে।

উল্লেখ্য, গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ছিল লাল কেল্লা। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো ভিড় টেনেছিল প্রচুর। উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়। আর এবার রাম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। এবারের সজল ঘোষের পুজোর উদ্বোধনে অমিত শাহ আসতে পারেন বলে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত আগামী সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ওই একই দিনে আবার সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় আসার কথা রয়েছেন কিংবদন্তী ফুটবলার রোনালন্ডিনহোর।

Next Article
JU: ক্যাম্পাসে মাটিতে শুয়ে শুয়েই কাজ করছেন যাদবপুরের উপাচার্য, এ কেমন দৃশ্য!
Primary TET: ২০২৩ প্রাথমিক TET-এ নজিরবিহীন ভাবে কমল আবেদনকারীর সংখ্যা