Mid Day Meal: মিড ডে মিলের টাকা লক্ষ্মীর ভান্ডারে? শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে যা বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
PM Poshan Yojana: মিড ডে মিলের (Mid Day Meal) গুণগত মানই নয়, সেই সঙ্গে প্রকল্পের বাস্তবায়ন ও স্বচ্ছতার ক্ষেত্রেও বেশ কিছু গরমিলের অভিযোগও তথ্য প্রমাণ-সহ কেন্দ্রের কাছে এসেছে বলে জানান ধর্মেন্দ্র প্রধান।
কলকাতা: রাজ্যে মিড ডে মিলের (অধুনা প্রধানমন্ত্রী পোষণ যোজনা) খাবারের গুণগত মান নিয়ে এবার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Minister Dharmendra Pradhan)। পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যে কেন্দ্রকে এই সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠিয়েছেন, সেই কথাও জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শুধু মিড ডে মিলের (Mid Day Meal) গুণগত মানই নয়, সেই সঙ্গে প্রকল্পের বাস্তবায়ন ও স্বচ্ছতার ক্ষেত্রেও বেশ কিছু গরমিলের অভিযোগও তথ্য প্রমাণ-সহ কেন্দ্রের কাছে এসেছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী পোষণ যোজনায় ‘জয়েন্ট রিভিউ মিশনের’ ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকারের আধিকারিক ও রাজ্য সরকারের আধিকারিকরা যৌথভাবে এই সমীক্ষা করেন। সঙ্গে থাকেন বিশিষ্ট পুষ্টিবিদরাও। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ২০২০ সালেও কেন্দ্রের তরফে বলা হয়েছিল, এই যৌথ সমীক্ষার কথা বলা হয়েছিল রাজ্যকে। কিন্তু রাজ্য সরকার সেই সময় আপত্তি জানিয়েছিল। বললেন, “কিন্তু এখন যখন বিরোধী দলনেতা এত ভূড়ি ভূড়ি অভিযোগ কেন্দ্রকে জানাচ্ছেন, যখন দেশ ও রাজ্যের সব সংবাদ মাধ্যমে এই নিয়ে খবর হচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিষয়টি খতিয়ে দেখা দরকার।”
প্রসঙ্গত এর আগে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, মিড ডে মিল এবং অন্যান্য কেন্দ্রীয় ফান্ডের টাকা রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ব্যবহার করা হচ্ছে। সেই প্রসঙ্গেও এদিন প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “শুভেন্দু অধিকারী অনেকগুলি বিষয়ে কেন্দ্রকে জানিয়েছেন। তাছাড়াও আরও অনেক তথ্য এসেছে। যখন রাজ্যে কেন্দ্রীয় কমিটি আসবে, তখন কমিটির সদস্যরা সেই সব বিষয়গুলি খতিয়ে দেখবেন।”
কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, রাজ্যের ছোট ছোট বাচ্চাদের যথাযথ পুষ্টির জন্য এবং সরকারি টাকার যথাযথ ব্যয়ের জন্য আমরা একটি কমিটি বানিয়েছি। দ্রুত সেই কমিটির নজরদারি শুরু হয়ে যাবে। সেই কমিটি এখানে আসবে, পরিস্থিতি খতিয়ে দেখবে। রাজ্য সরকারের আধিকারিকরাও সঙ্গে থাকবেন। কমিটি সরেজমিনে খতিয়ে দেখার পর কেন্দ্রকে রিপোর্ট জমা দেবে এবং তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত কেন্দ্রের তরফে এই জয়েন্ট কমিটি পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার বাংলায় এই প্রকল্পকে নিজেদের প্রচারের জন্য ব্যবহার করছে বলেও টুইটে অভিযোগ তোলেন শুভেন্দু।
I welcome @EduMinOfIndia‘s decision to constitute a Joint Review Mission to review the implementation of the Central Sponsored Scheme; Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN) in WB. WB Govt’s been using this scheme as a propaganda tool all along. Its time they’re exposed. pic.twitter.com/pVQA8TAUTR
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 14, 2023