Ushashree portal : আগামী জুন পর্যন্ত বন্ধ উৎসশ্রী পোর্টাল, থমকে শিক্ষক বদলির প্রক্রিয়া, নেপথ্যে কী কারণ?
Ushashree portal : এই পোর্টালের নামকরণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ অক্টোবরের হিসাব বলছে এই পোর্টালের মাধ্যমে এখনও পর্যন্ত ৩০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষকার বদলির আবেদন মঞ্জুর হয়েছে।
কলকাতা: বাড়ির কাছের স্কুলে শিক্ষকতা করতে বারেবারেই সরকারের কাছে দরবার করতেন বহু শিক্ষক (Teacher)। বদলির আবেদন সামলাতে গিয়ে হিমশিম খেতে হত সরকারকেও। এই কাজই সহজ করতে সম্প্রতি উৎসশ্রী প্রকল্প আনে রাজ্য সরকার। চালু হয় একটি নির্দিষ্ট পোর্টাল। কোনও শিক্ষক বাড়ির কাছের স্কুলে বা নিজের জেলার স্কুলে আবেদন করতে চাইলে তাঁরা এতদিন এই পোর্টালের মধ্য দিয়ে আবেদন করতে পারবেন। তবে সাময়িকভাবে উৎসশ্রীতে (Utshasree) বদলি বন্ধ থাকছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, উৎসশ্রীতে বদলি বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগের তোড়জোড় শুরু করছে রাজ্য সরকার। ওয়াকিবহাল মহলের মতে, উচ্চ প্রাথমিকে সঠিকভাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্যই বন্ধ থাকছে উৎসশ্রীতে বদলি। উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯টি শূন্যপদ রয়েছে। কোন স্কুলে, কতজন শিক্ষক লাগবে, কোন কোন বিষয়ে শিক্ষক লাগবে এগুলি ছাড়াও আরও একাধিক বিষয়ের তথ্য তৈরির প্রক্রিয়াও শুরু হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে সুনির্দিষ্ট হিসেব জানতেই আগামী জুন মাস পর্যন্ত বন্ধ বদলির আবেদন।
প্রসঙ্গত, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সব স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আবেদন করতে পারতেন এই পোর্টালের মাধ্যমে। তবে আগামী বছরের জুন পর্যন্ত সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তা নিয়ে চর্চা শুরু হয়েছে শিক্ষা মহলে। এই উৎসশ্রীর জন্যই সম্প্রতি বাংলার মুকুটে জুড়েছে নয়া পালক। চলতি বছরেই উৎসশ্রী প্রকল্প পেয়েছে স্কচ সিলভার পুরস্কার। মুখে খুশির হাসি আরও চওড়া হয়েছে সরকারের কর্তা-ব্যক্তিদের। সূত্রের খবর, শেষ অক্টোবরের হিসাব বলছে এই পোর্টালের মাধ্যমে এখনও পর্যন্ত ৩০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষকার বদলির আবেদন মঞ্জুর হয়েছে। এই পোর্টালের নামকরণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই।