Governor on Sandeshkhali: সন্দেশখালির ‘গুন্ডারাজ’ বন্ধ করতে ভিডিয়োয় কড়া বার্তা রাজ্যপালের

Deeksha Bhuiyan | Edited By: অংশুমান গোস্বামী

Feb 10, 2024 | 11:06 PM

শনিবারই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে রাজভবনে গিয়েছিল বিজেপি। যদিও সেখানে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেখা পাননি বিধানসভার বিরোধী দলনেতা। তবে সন্দেশখালি ঘটনা নিয়ে রাজ্যপালের পদক্ষেপ দাবি করেন তিনি। এর পরই রাজ্যের থেকে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Governor on Sandeshkhali: সন্দেশখালির ‘গুন্ডারাজ’ বন্ধ করতে ভিডিয়োয় কড়া বার্তা রাজ্যপালের
সন্দেশখালি নিয়ে কড়া বার্তা রাজ্যপালের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্য রাজনীতিতে গত এক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। সম্প্রতি সেখানকার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। ঘটনার প্রতিবাদে সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। শনিবারই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে রাজভবনে গিয়েছিল বিজেপি। যদিও সেখানে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেখা পাননি বিধানসভার বিরোধী দলনেতা। তবে সন্দেশখালি ঘটনা নিয়ে রাজ্যপালের পদক্ষেপ দাবি করেন তিনি। এর পরই রাজ্যের থেকে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একটি ভিডিয়ো বার্তাও প্রকাশ করেছেন তিনি।

সন্দেশখালির অশান্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, “সভ্য সমাজে কতটা কুৎসিত ঘটনা ঘটতে পারে তা সন্দেশখালিতে দেখা যাচ্ছে। মহিলারদের হেনস্থা এবং নিগ্রহ করা হচ্ছে। গুন্ডারাজ চলছে সেখানে। নির্বাচিত সরকারকে দ্রত ব্যবস্থা নিতে হবে। কার্যকরী পদক্ষেপ করতে হবে। কেউ আইনকে নিজের হাতে নিতে পারে না। গুন্ডাগিরি সেখানে বন্ধ করতে হবে। তা বন্ধ করতে সরকারকে দায়িত্ব নিতে হবে। আমাকে সরকারের থেকে রিপোর্ট পেতে দিন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

রাজ্যপালের এই ভিডিয়ো বার্তা থেকেই বোঝা যাচ্ছে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে কতটা ক্ষুব্ধ তিনি। এ বিষয়ে রিপোর্টের পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতেও রাজ্য সরকারকে আর্জি জানিয়েছেন তিনি। এই পরিস্থিতির বদল এখন কবে হয়, সে দিকেই নজর রাজ্যবাসীর।

Next Article