কলকাতা: আবারও ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দীপক অধিকারী ওরফে দেব। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ও তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর এমন কথা শোনা যাচ্ছিল। তাতেই কার্যত সিলমোহর দিলেন দেবের আরেক সহকর্মী তথা রাজনীতির সতীর্থ সোহম চক্রবর্তী। সোহম বলেন, “দেব আবার মূল ধারায় ফিরবেন। আমি যতটুকু শুনলাম উনি রাজিও হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ২০২৪-এ লোকসভা নির্বাচনে লড়তে।”
চণ্ডীপুরের বিধায়ক সোহম এদিন মিঠুনকে দেখতে গিয়েছিলেন বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকে বেরিয়েই সোহম বলেন, “আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন, আমরা যাঁরা তৃণমূল কংগ্রেস করি তাঁর নেতৃত্বে, সেটা আমাদের শিরোধার্য। দেবের ব্যক্তিগত কোনও কারণ হয়ত নিশ্চয়ই রয়েছে। যে কারণে হয়ত কিছুটা মান অভিমানের পালা চলছিল। কিন্তু অভিভাবিকা হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন। তাঁর সঙ্গে আমাদের যে সম্পর্ক, যে আত্মীয়তা, তাতে তিনি যথেষ্টভাবেই বলেছেন বলে আমাদের মনে হয়।”
অন্যদিকে এদিন মিঠুনকে দেখতে গিয়েছিলেন দেবও। সেখানে তাঁকে এদিনের পরপর দু’টি হাইভোল্টেজ মিটিং নিয়ে প্রশ্ন করা হয়। দেবের চোখেমুখে প্রশান্তির ছাপ। এক গাল হেসে দেব বলেন, তিনি চাইলেও তিনি বেরিয়ে যাবেন বা ভোটে দাঁড়াবেন না এটা কোনওভাবেই সম্ভব নয়। দেবের কথায়, “দিদির মতামত খুবই গুরুত্বপূর্ণ। যা বুঝতে পারছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না।”