AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Titagarh Rail Systems: বাংলায় তৈরি হচ্ছে বন্দে ভারত, ১২৬ কোটির জমি হস্তান্তর করল রাজ্য

Titagarh Rail Systems: এই জমি হস্তান্তরে শিল্পক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই মেট্রো ও বন্দে ভারত প্রকল্পে পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে।

Titagarh Rail Systems: বাংলায় তৈরি হচ্ছে বন্দে ভারত, ১২৬ কোটির জমি হস্তান্তর করল রাজ্য
| Edited By: | Updated on: Jul 14, 2025 | 8:36 PM
Share

কলকাতা: মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণে হুগলিতে ৪০ একর জমি দিল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে হওয়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুগলির কোন্নগরে মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণের জন্য টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-এর যে বর্তমান ইউনিট আছে, তা সম্প্রসারণের জন্যই এই জমি দেওয়া হচ্ছে।

এদিনের বৈঠকে ৪০ একর জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর এই জমি হুগলি জেলার কোত্রঙ ও ভদ্রকালী মৌজায় অবস্থিত। উত্তরপাড়ায় টিআরএসএল-এর বর্তমান যে ৩৪ একরের কারখানা আছে, তার ঠিক পাশেই মিলছে জমি। ১২৬ কোটি টাকার বিনিময়ে ওই ৪০ একর জমি ৯৯ বছরের লিজে হস্তান্তর করা হচ্ছে।

এই জমি হস্তান্তরের ফলে টিটাগড়ে রেল কোচ নির্মাণে আরও গতি আসবে। এতে যেমন শিল্পক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই মেট্রো ও বন্দে ভারত প্রকল্পে পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে।

হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টিটাগড় ওয়াগন তাদের কারখানা সম্প্রসারণ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। সেই মোতাবেক ৪০ একর জমি তাদের লিজ দেওয়া হয়েছে। সরকার সেই লিজের টাকা পাবে।