WBSEDCL: বিদ্যুতের দাম কি চুপিসারে বেড়েই গেল? ভাইরাল পোস্টের জবাব দিল বিদ্যুৎ বণ্টন সংস্থা

WBSEDCL: ভাইরাল পোস্টটি লেখা, 'যার যা কারেন্টের বিল আসত, এবার থেকে সবার মোটামুটি ডবল হয়ে যাবে। বদল হয়ে গেলো বিদ্যুতের ট্যারিফ প্ল্যান।' আবার ইউনিট প্রতি বিদ্যুতের 'পুরনো দাম' ও 'নতুন দাম'-এর একটি চার্টও শেয়ার করা হয়েছে। এ নিয়ে জোর চর্চাও হচ্ছে বিভিন্ন মহলে।

WBSEDCL: বিদ্যুতের দাম কি চুপিসারে বেড়েই গেল? ভাইরাল পোস্টের জবাব দিল বিদ্যুৎ বণ্টন সংস্থা
এইরকম পোস্টই ভাইরাল হয়েছে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2024 | 5:27 PM

কলকাতা: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে একটি পোস্ট। যেখানে দাবি করা হয়েছে, চুপিসারে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তাপপ্রবাহ, লোডশেডিংয়ে জনজীবন যখন বিধস্ত, তখন এমন ভাইরাল পোস্ট ঘিরে স্বভাবতই বেড়েছে ক্ষোভ, বেড়েছে উদ্বেগ। এবার এই ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)।

তাপপ্রবাহ, দাবদাহে নাজেহাল জনজীবন। তার উপর আবার ঘণ্টার পর ঘণ্টা থাকছে না কারেন্ট। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ছে বিদ্যুৎ দফতরের ঘাড়েই। সম্প্রতি কলকাতা পুরনিগমের এক বৈঠকেও কলকাতার কাউন্সিলরা এই দীর্ঘ সময় কারেন্ট না থাকা নিয়ে ক্ষোভও জানান মেয়রের সামনে। এরইমধ্যে আবার ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

পোস্টটি লেখা, ‘যার যা কারেন্টের বিল আসত, এবার থেকে সবার মোটামুটি ডবল হয়ে যাবে। বদল হয়ে গেলো বিদ্যুতের ট্যারিফ প্ল্যান।’ আবার ইউনিট প্রতি বিদ্যুতের ‘পুরনো দাম’ ও ‘নতুন দাম’-এর একটি চার্টও শেয়ার করা হয়েছে। এ নিয়ে জোর চর্চাও হচ্ছে বিভিন্ন মহলে।

যদিও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে ডিস্ট্রিবিউশন ডিরেক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় এক বিবৃতি জারি করেন। সেখানে এই মূল্যবৃদ্ধির বিষয়টি একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন। জানানো হয়েছে, ‘WBSEDCL-এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানিং কিছু গণমাধ্যমে কোনও কোনও মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য।’

ভাইরাল হয়েছে এই পোস্ট।

ভাইরাল হয়েছে এই পোস্ট।

একইসঙ্গে দাবি করা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। কমিশন গত ৬ মার্চ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য WBSEDCL এর Tariff Order মঞ্জুর করেছে। এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনও মাশুলই বৃদ্ধি হয়নি।’

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পরামর্শ, ‘অপপ্রচারে গুরুত্ব না দিয়ে প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন। গ্রাহকদের আবারও জানানো হচ্ছে কোনওরকম অসত্য প্রচারে বিভ্রান্ত হবেন না, বিদ্যুতের মাশুল একই আছে।’