Bengal Winter: বর্ষবরণেও জাঁকিয়ে শীতের আশা নেই, কবে ঠান্ডা ফিরবে জানাল হাওয়া অফিস
Bengal Weather Forecast: হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে আমাদের রাজ্য ঢুকছে জলীয় বাস্প। এর জেরেই শীতের পথচলা বাধা প্রাপ্ত হয়েছে। আগামী ৪-৫ দিনও তা বজায় থাকবে। এর জেরে এখনকার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশেই থাকবে।
কলকাতা: এ বছর আর জাঁকিয়ে শীত পড়ার আশা নেই। এমন কথাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। সেখানকার অধিকর্তা ডাঃ গণেশ কুমার দাস জানিয়েছেন, এ বছর ডিসেম্বরের শেষ কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নামার সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে। বাংলাদেশের উপর অবস্থার করা ঘূর্ণাবর্তের জন্যই এ বছরের শেষে শীতের ঝোড়ো ইনিংস থেকে বঞ্চিত থাকবে পশ্চিমবঙ্গবাসী। এই ঘুর্ণাবর্তের প্রভাব বাংলা-সহ গোটা পূর্ব ভারতেই পড়বে বলে জানিয়েছেন তিনি।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে আমাদের রাজ্য ঢুকছে জলীয় বাস্প। এর জেরেই শীতের পথচলা বাধা প্রাপ্ত হয়েছে। আগামী ৪-৫ দিনও তা বজায় থাকবে। এর জেরে এখনকার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশেই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। জেলায় অবশ্য তা একটু কম হবে। কিন্তু জাঁকিতে শীত এ বছর আর পড়বে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
তবে এ বছর আর জাঁকিয়ে শীত না পড়লেও জানুয়ারি দিন দুয়েক পার হলেই শীতের কামড় বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা। জানুয়ারির ৪-৫ তারিখ নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের অধিকার্তা বলেছেন, “এ বছর আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে জানুয়ারির ২ তারিখ থেকে ঠান্ডা বাড়ার সম্ভাবনা আছে। ৪-৫ তারিখ তা ১৫ ডিগ্রির নীচে নামতে পারে। সবমিলিয়ে মনোরম আবহাওয়াই থাকবে শীতে।” আগামী কয়েক দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে।