কলকাতা: বর্ষা প্রায় শেষের পথে। পরপর নিম্নচাপে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল। তবে আপাতত আর সে আশা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে সেই সম্ভাবনা নেই। বুধবার সকাল থেকেই চড়া রোদ, আর অস্বস্তিকর গরমে হাঁসফাস করতে হয়েছে শহরবাসীকে। এর থেকে আপাতত মুক্তি নেই বলেই জানানো হয়েছে। তবে, কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুধুমাত্র পশ্চিমের কয়েকটি জেলায় রয়েছে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া। আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে ওই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। শুক্রবার থেকে আবার কমে যাবে বৃষ্টি।
তবে বর্ষার শুরুর দিকে যেমন উত্তরবঙ্গে বৃষ্টি দেখা গিয়েছে, সেই ধারা বজায় থাকছে শেষের দিকেও। আগামী ৪-৫ দিন উত্তরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর কলকাতায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বর্তমানে কলকাতার তাপমাত্রা থাকছে ৩৫ থেকে ৩৬ ডিগ্রির আশেপাশে। আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা এমন থাকবে বলেই জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছে অনেকটাই উত্তরে। হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে এই অক্ষরেখা। সেই কারণেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।