Weather Update: কবে পর্যন্ত বৃষ্টি? আর কবে থেকেই বা জাঁকিয়ে শীত বঙ্গে? তারিখ স্পষ্ট করলেন আবহাওয়াবিদরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2021 | 11:10 AM

Weather Update: শনিবার এবং রোববার হালকা বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার থেকে আবার তাপমাত্রা একটু একটু করে কমবে।

Weather Update: কবে পর্যন্ত বৃষ্টি? আর কবে থেকেই বা জাঁকিয়ে শীত বঙ্গে? তারিখ স্পষ্ট করলেন আবহাওয়াবিদরা
আলিপুর আবহাওয়া দফতর (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: নিম্নচাপের প্রভাবে হাওয়াবদল (Weather Update)! রুদ্ধ পারদপতন। তিন দিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। ৮ নভেম্বর আলিপুরের রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। আজ, বৃহস্পতিবার সকালে তা উঠে গেল ২১.২ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত রাতে ঠান্ডা আমেজ বাড়ার সম্ভাবনা নেই। কাল থেকে মেঘ ঢুকবে আকাশে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উপকূলে হালকা থেকে মাঝারি, কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আন্দামান সাগর এবং পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অক্ষরেখাটি সক্রিয় হয়েছে। যার জন্য আগামী দুদিন তাপমাত্রা বাড়বে বলে আগেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

শনিবার এবং রোববার হালকা বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার থেকে আবার তাপমাত্রা একটু একটু করে কমবে। তবে জাঁকিয়ে শীত আসতে আমাদের ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যেটি ১১ অক্টোবর, বৃহস্পতিবার সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে। তাই তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হবে। বাংলার উপকূলবর্তী জেলাগুলো যেমন দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টি হবে। জলীয়বাষ্প বেশি থাকার কারণে গরমের অস্বস্তি থাকবে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগবে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পূবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব মধ্য আরব সাগরের দিকে যাবে। এটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। এছাড়াও দুটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং ঘূর্ণাবর্ত রয়েছে মহারাষ্ট্র উপকূলে।

রাতে ও সকালের দিকে রীতিমতো ঠান্ডা লাগছে। হালকা কাঁথা গায়ে চাপিয়ে শুতে হচ্ছে। এরকম পরিস্থিতিটা আজ থেকে আগামী কয়েকদিনের জন্য থাকছে না। তারপর ফের ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। নিম্নচাপ কাটলে শীতের রাস্তা চওড়া হবে। দার্জিলিঙে রাতের তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে ৭.৯ ডিগ্রি। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক ও শীতল  আবহাওয়া।

আরও পড়ুন: Chhat Puja 2021: রবীন্দ্র সরোবরে নিশ্ছিদ্র নিরাপত্তা, ১৩৮ টি ঘাটে ও ৮ কৃত্রিম ঘাটে ‘দুশ্চিন্তা’র ছট পুজো

 

আরও পড়ুন: Tathagata Roy and Dilip Ghosh: ‘পারলে দল থেকে বের করে দিন’, তাঁর উদ্দেশে তথাগতের চ্যালেঞ্জে কী বললেন দিলীপ?

 

Next Article