গত আট বছরে উষ্ণতম মকর সংক্রান্তি কলকাতায়
শুক্রবার-শনিবার ঠান্ডা কিছুটা বাড়তে পারে। ১৪ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রার পারদ।
কলকাতা: আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার ঝাপটায় ঠান্ডার আমেজ ফিরেছে বঙ্গে। তবে শীত কি আদৌ ফিরেছে। পৌষের শেষবেলায় যে ঠান্ডার কনকনানি অনুভূত হয় তা কি আদৌ মিলল এ বছর। এক গুচ্ছ প্রশ্ন উস্কে দিল এবারের মকর সংক্রান্তি। বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬’র ঘরে। পৌষ-মাঘের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাঙালি কি এই শীতেই খুশি।
আরও পড়ুন: বাংলায় বিধানসভা ভোট এগিয়ে আসার সম্ভাবনা: সূত্র
পরিসংখ্যান বলছে, শেষ আট বছরের মধ্যে উষ্ণতম সংক্রান্তি কলকাতায়। গত বছর অর্থাৎ ২০২০ সালে মকর সংক্রান্তিতে তাপমাত্রা নেমেছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। তার আগের বছর পারদ ছুঁয়েছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি সময়ের স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে উপরে।
আবহবিদরা বলছেন, শুক্রবার-শনিবার ঠান্ডা কিছুটা বাড়তে পারে। ১৪ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রার পারদ। তবে রবিবার থেকে আবার গরম বাড়বে। শুধু রাতে নয়, দিনেও। অর্থাৎ শীত যে পিঠ দেখানোর প্রস্তুতিটা সেরেই ফেলল তা এক প্রকার নিশ্চিত।
এক নজরে গত সাত বছরে মকর সংক্রান্তিতে তাপমাত্রা
২০২০– ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস ২০১৯– ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস ২০১৮– ১২.৩ ডিগ্রি সেলসিয়াস ২০১৭– ১১.৯ ডিগ্রি সেলসিয়াস ২০১৬– ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস ২০১৫– ১৫.০ ডিগ্রি সেলসিয়াস ২০১৪– ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস