Weather Update: আগামী ক’দিন থাকবে এই ঠান্ডা? জানিয়ে দিলেন আবহাওয়াবিদরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 01, 2022 | 10:31 AM

Weather Update: আগামী তিন দিন ঠান্ডা বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

Weather Update: আগামী কদিন থাকবে এই ঠান্ডা? জানিয়ে দিলেন আবহাওয়াবিদরা
আলিপুর আবহাওয়া দফতর (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: শীতের হালকা আমেজ নিয়েই শুরু হল নতুন বছর। কলাকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বাঁকুড়া-সহ জঙ্গলমহলে তাপমাত্রা কমেছে। আজ বাঁকুড়ার তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিন ঠান্ডা বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। নতুন পশ্চিমী ঝঞ্ঝার জেরে ৫ জানুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা।

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্জা আর নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিষ্কার থাকবে। তাই রাতের তাপমাত্রা আগামী চার দিন ধীরে ধীরে কমবে। তবে এতটা আনন্দেরও খবর নয়।

আরেকটি পশ্চিমী ঝঞ্জা আবার আসতে চলেছে আগামী ৪ তারিখ উত্তর পশ্চিম ভারতে । তাই যে তাপমাত্রা কমবে সেটা বেশিদিন থাকবে না। ৫ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা বাড়বে। দুই বঙ্গেই আগামী দু’দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার কারণে যে জলীয় বাষ্প রয়ে গিয়েছে, তার ফলেই এই কুয়াশার প্রভাব থাকবে।
জাঁকিয়ে শীত এখনও পড়ার সম্ভাবনা নেই। শনিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আসেপাশে থাকবে। জেলাতে আরেকটু কম।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ ফের জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। প্রায় ১৪ দিন পর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি হয়ে গিয়েছিল। বর্ষবরণে শীতের পোশাক খুব বেশি লাগবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে প্রথম সপ্তাহেই তাপমাত্রা নামতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে মনে করছেন তাঁরা।

শীত পড়েনি, এমন নয় একেবারেই। ২০ ডিসেম্বর ছিল চলতি মরসুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নেমে যায় ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। ২০ ডিসেম্বর ছিল চলতি শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নেমে যায় ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহ থাবা বসায় পশ্চিমাঞ্চলে। সবাইকে পিছনে ফেলে রাজ্যের শীতলতম স্থানের তকমা পায় নদিয়ার কল্যাণী। তাপমাত্রা নামে ৬.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা নামে ৭.১ ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ি কালিম্পঙকেও পিছনে ফেলে দেয় সমতলের দুই জায়গা।

জাঁকিয়ে শীতের দাপট বেশিদিন স্থায়ী হয়নি। পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝার বাধা। আরেকটি পশ্চিমী ঝঞ্জা আবার আসতে চলেছে আগামী ৪ তারিখ উত্তর পশ্চিম ভারতে । তাই যে তাপমাত্রা কমবে সেটা বেশিদিন থাকবে না। ৫ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা বাড়বে। দুই বঙ্গেই আগামী দু’দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার কারণে যে জলীয় বাষ্প রয়ে গিয়েছে, তার ফলেই এই কুয়াশার প্রভাব থাকবে।

জাঁকিয়ে শীত এখনও পড়ার সম্ভাবনা নেই। শনিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আসেপাশে থাকবে। জেলাতে আরেকটু কম। জানুয়ারির প্রথম দশ দিনেই জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রা কমবে। তারপর ফের পশ্চিমী ঝঞ্ঝার বাধা।

আরও পড়ুন: সংক্রমিত শিক্ষক-শিক্ষিকাদের নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্য দফতরেও, স্কুলগুলিকে কড়া নির্দেশ রাজ্যের

Next Article
Dilip Ghosh On COVID: ‘মানুষকেই সচেতন হতে হবে, সরকারের পক্ষে সবটা সম্ভব নয়’, বছরের প্রথম দিন কোভিড সচেতনতায় দিলীপ
Abhishek Banerjee: এই প্রথম! দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অভিষেক