কলকাতা: আজ সকালের ছবিটাও বলেছে অন্য কথা। একটা রোদ ঝলমলে দিন। কিন্তু আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বদলে যাবে পরিস্থিতিটা। শনিবার থেকেই ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অগ্রহায়নেও দুর্যোগের মুখে বাংলা।
এখন নিম্নচাপ আন্দামান সাগরে রয়েছে। সেটি খানিকটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি আজই আন্দামান থেকে বঙ্গোপসাগরের দিকে চলে যাবে। এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। শুক্রবারের মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলে থাকবে। শনি-রবিরার এটি উপকূলের দিকে এগোতে থাকবে।
শুক্রবার থেকেই বেশ কয়েকটি জেলা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় হালকা বৃষ্টি হতে পারে। ৬ জেলায় শনিবার ভারী বৃষ্টি। রবিবার মূল দুর্যোগের আশঙ্কা। এই ঘূর্ণিঝড় অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে এগোবে। কিন্তু সেখান থেকে এটি স্থলভাগে ঢুকে যাবে কিনা, তা সুস্পষ্ট নয়। এক হতে পারে, স্থলভাগে ঢুকে খানিকটা শক্তি হারিয়ে বাংলার দিকে এল। অথবা স্থলভাগে না ঢুকেই সমুদ্র পথ ধরে বাংলায় আছড়ে পড়তে পারে। ওড়িশার কাছাকাছি আসার পর ঘূর্ণিঝড় একটা ‘টার্ন’ নিতেই পারে। সেখানেই বাংলার জন্য দুঃসংবাদ। কলকাতা-সহ ৭ জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হয়েছে। ওই দিন সর্বোচ্চ ৮০ কিমি বেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকায়।
আবহাওয়াবিদরা বলছেন, এবছর আন্দামান ও বঙ্গোপসাগরে বারবার নিম্নচাপ তৈরি হচ্ছে। যদি নিম্নচাপ একই জায়গায় দাঁড়িয়ে থাকে,তাহলে শক্তি বৃদ্ধি করবেই। এক্ষেত্রেও সেটি হবে। এবছর একটানা শীতের মরসুমও নেই। তার একটাই কারণ জলীয় বাষ্প। শীতের আমেজও এবার কম থাকবে। এক টানা কনকনে শীতের সম্ভাবনা কম।
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভাও। আপাতত ৭৬ টি পাম্পিং স্টেশনকে সজাগ থাকতে বলা হয়েছে। পোর্টেবল পাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা থাকবে।
আপাতত কোন পর্যায়ে রয়েছে নিম্নচাপ, দেখুন এক নজরে
♦ আপাতত মধ্য আন্দামান সাগরে লো প্রেশার হিসেবে আছে।
♦ ২ তারিখ পশ্চিম দিকে এসে ডিপ্রেশন ফর্ম করছে
♦ ৩ তারিখ পশ্চিম, উত্তর পশ্চিমে মুভ করে মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোন ফর্ম করবে।
♦ ৪ তারিখ অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওডিশা উপকুলের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হিসেবে।
♦ ৩ তারিখ থেকে উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় অল্প বৃষ্টি শুরু হবে।
♦ ৪ তারিখ বৃষ্টির দাপট বাড়বে সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলোয় (কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম) ভারী বৃষ্টি হতে পারে।
♦ ৫ তারিখ বৃষ্টির দাপট বাড়বে। উপকূলবর্তী জেলাগুলোয় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
♦ ৬ তারিখও বৃষ্টিপাত হবে।
♦ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দুই দিনাজপুর, কালিম্পঙে বৃষ্টি হতে পারে।
♦ ৩ তারিখ থেকে রাতের তাপমাত্রা বাড়বে ৩-৪ ডিগ্রি করে।
আরও পড়ুন: Farm Advisory: নিম্নচাপের জেরে চিন্তায় কৃষি দফতর, প্রভাবিত হতে পারে এমন জেলাগুলিকে সতর্কতা