Weather Update: চাঁদিফাটা রোদ্দুর থেকে রেহাই! দক্ষিণের কোন জেলায় কবে বৃষ্টি?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 11, 2022 | 6:12 PM

Drizzle in West Bengal: বৃহস্পতিবার ও শুক্রবার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather Update: চাঁদিফাটা রোদ্দুর থেকে রেহাই! দক্ষিণের কোন জেলায় কবে বৃষ্টি?
বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা : রবিবারই আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়ে দিয়েছিল, দক্ষিণের প্রায় সব জেলাতেই চলতি সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ওড়িশা সংলগ্ন এলাকাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকলেও ১৩ এপ্রিল মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এরপর ১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিলও বৃষ্টি হবে দক্ষিণের একাধিক জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টি হলেও তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনও পরিবর্তন হবে না। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম – এই জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি আছে। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়ে আসছে। আলিপুর আবহওয়া দফতর থেকে বলা হয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে। কিন্তু ১৩ এপ্রিল (বুধবার) আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরের জেলাগুলিতে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারয়ে আগামী ১৪ এবং ১৫ এপ্রিল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

উত্তরের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হলেও, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সেভাবে বৃষ্টির কোনও দেখা মেলেনি। চৈত্রের চাঁদিফাটা রোদ্দুরে নাজেহাল অবস্থা শহরবাসীর। সেই সঙ্গে গরমের অস্বস্তি। চৈত্র মাস প্রায় শেষ হতে চললেও দেখা নেই কালবৈশাখীরও। কবে একটু বৃষ্টি নামবে, সেই অপেক্ষাতেই ছিলেন কলকাতা ও শহরতলির মানুষরা। এবার আলিপুর আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাসে কিছুটা স্বস্তি দক্ষিণের জেলাগুলিতে।

আরও পড়ুন : Adhir Chowdhury: ‘রাজ্যকে দুর্নীতিশ্রী পুরস্কার দেওয়া উচিত’, এসএসসি নিয়ে খোঁচা অধীরের

আরও পড়ুন : Mukul Roy: মুকুল কি বিজেপিতেই? বিধানসভার অধ্যক্ষকে রায় পুনর্বিবেচনার নির্দেশ হাইকোর্টের

 

Next Article