কলকাতা: সকাল থেকে কুয়াশায় ঢেকেছে মহানগর। শুধু কলকাতাই নয় দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই এই ছবি। কমেছে দৃশ্যমানতা। তবে আবহাওয়া (Weather Update) দফতরের পূর্বাভাস, কুয়াশা কাটলে বেলা বাড়তেই তেড়ে ফুড়ে চড়বে পারদ। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়।
মার্চের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলেছে। ক্রমেই তা চড়বে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট। তবে বেলা বাড়লে কুয়াশা কাটিয়ে দেখা মিলবে সূর্যের। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।
আরও পড়ুন: ৪ বা ৫ মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি!
আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, বঙ্গোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত অর্থাৎ উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এই উচ্চচাপ বলয়ের কারণে উত্তর ভারত থেকে যে শীতল বাতাস আসছে তা সরাসরি দক্ষিণবঙ্গ দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হতে পারছে না। দক্ষিণবঙ্গের বাতাস মূলত শুষ্ক এবং গরম। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করতে পারছে না দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গে অল্প জলীয়বাষ্প থাকায় এবং শুষ্ক আবহাওয়ার কারণে হঠাৎ করে এই ধরনের কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে সকালের কলকাতায়। আবহাওয়াবিদদের বক্তব্য এই ধরনের পরিস্থিতি তৈরি হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরম অনুভূত হয়। সে ক্ষেত্রে কলকাতায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি উপরে থাকার সম্ভাবনা।
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা চার ডিগ্রি বেশি। মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। এদিন সকাল থেকে কুয়াশার কারণে বেশ কয়েকটি বিমান দেরিতে ওঠানামা করেছে। কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা এদিন ২৫ মিটারের নীচে নেমে আসায় বিমান চলাচলে প্রভাব পড়ে। বিমানবন্দর সূত্রে খবর, আটটি বিমান দেরিতে উড়ান নিয়েছে।