TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী
Dec 23, 2022 | 10:09 AM
বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা পারদ বাড়বে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বড়দিনে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের প্রকোপ। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকবে। কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন। শনিবার থেকে সোমবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ডুকছে বাংলায়। সেই কারণেই তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ।
সকালের দিকে কুয়াশা থাকবে পরে পরিষ্কার আকাশ থাকবে। বড়দিনে তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
এদিন ঘন কুয়াশার দাপট ছিল সকালে। তাপমাত্রার পারদ এক ধাক্কায় ১২ ডিগ্রি সেন্টিগ্রেড।আলিপুরদুয়ার জুড়ে ,বড় দিনের প্রাক্কালে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে শুক্রবারের সকাল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর যেন আরও মোটা হচ্ছে।
রাস্তায় কুয়াশার কারণে যানবাহন অন্যদিনের তুলনায় অনেকটা কম। ঘন কুয়াশা চাদরে ঢাকল ডুয়ার্স। তার সঙ্গে বইছে ঠান্ডা শীতল বাতাস ঠান্ডা জবুথবু অবস্থা। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক এশিয়ান হাইওয়ে ৪৮। তাপমাত্রার পারদ নামল ১৩ ডিগ্রি সেলসিয়াস।