কলকাতা: আগামী ১-২ ঘণ্টার মধ্যে পাঁচ জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, ১-২ ঘণ্টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি আসছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
কেন বৃষ্টি?
ঘূর্ণাবর্ত রয়েছে বেশ কয়েকটি। দক্ষিণে কচ্ছ মারাঠাওয়াড়া এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা জামশেদপুর ও বালাসোর এর ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী রবিবার আরও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এদিনের নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে উপকূলের তিন জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। আগামী ২৪ ঘন্টাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারের দু এক জায়গায়।
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কয়েক-পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। যাঁরা সমুদ্রের গভীরে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের রবিবার রাতের মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছিল আবহাওয়া দফতর । আজ সোমবার এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলের সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা।
আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে। মঙ্গলবারও পুরোপুরি মেঘলা থাকবে আকাশ।
ইতিমধ্যেই সমস্ত মৎস্যজীবী সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। যে সমস্ত মত্স্যজীবীরা গভীর সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদের দ্রুত ফিরত আসতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রলার কাকদ্বীপ ডায়মন্ড হারবার নামখানা ফ্রেজারগঞ্জ এলাকায় ইতিমধ্যেই ফিরে এসেছে। তবে এখনও অনেক এমন ট্রলার আছে, যেগুলি ফেরত আসেনি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন।
পাশাপাশি প্রবল বৃষ্টির সময়ে মাঠে যাতে কেউ কাজ না করেন, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছে প্রশাসন। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির সময়ে খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। খোলা আকাশের নীচে কিংবা গাছ বা টিন-কাঁচা শেডের নীচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আরও পড়ুন: অনলাইনে ক্লাস চলছিল, ছেলের পরনে ইউনিফর্ম, তখনই মায়ের সঙ্গে সেই কাণ্ড! পর্ণশ্রী খুনে নয়া মোড়