Weather Update: ‘লু’ তো বইবেই তবে বুধবার থেকে আরও বড় খেল দেখবে কলকাতা-দক্ষিণের ৫ জেলা! কী হতে চলেছে?
Weather Update: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার দক্ষিণের ১০ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
কলকাতা: এপ্রিলের শুরুতেই দাবদাহ! চর্তুদিকে খাঁ খাঁ রোদ, যেন জ্বলছে সব! এপ্রিলের শুরুতেই এই অবস্থায় শেষ কয়েক বছরে দেখা যায়নি। তবে আবহাওয়াবিদরা বলছেন, এর পর আরও বদলাবে পরিস্থিতি। এখন বঙ্গে চলছে তাপপ্রবাহ। আর এখনই সেই পরিস্থিতি বদলানোর কোনও আভাসই নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার দক্ষিণের ১০ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বাঁকুড়া-পুরুলিয়ার পারদ। কলকাতার কাছেও ৪০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে পারদ।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই অস্বস্তিও বাড়ছে পাল্লা দিয়ে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে। এই সব এলাকাগুলিতে ‘লু’ বইবার পূর্বাভাসও রয়েছে।
তাহলে বুঝতেই পারছেন কী হতে চলেছে পরিস্থিতি? তবে এসবের মধ্যেও ভাল খবর রয়েছে। বুধবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার দুপুরের পর সব জেলাতেই স্বস্তির বৃষ্টির আশা। আগামী সপ্তাহের শুরুতে সাময়িকভাবে গরম কমার ইঙ্গিতও মিলেছে।
উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।