কলকাতা: এখনই আর বৃষ্টির কোনও চোখ রাঙানি থাকছে না বাংলায় (Weather in West Bengal)। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। তবে ১৯ ফেব্রুয়ারি থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। আলিপুর আবহাওয়া অফিস থেকে এমনটাই জানানো হয়েছে। এর পাশাপাশি রাতের তাপমাত্রাও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে অনেকটাই কম রয়েছে। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম আছে। আগামী পাঁচ দিনে ধীরে ধীরে এই তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া অফিস।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার – পাঁচ দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। এখনই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামিকাল অর্থাৎ, ১৬ ফেব্রুয়ারি দার্জিলিং ও কালিম্পং – এই দুই পাহাড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। ফেব্রুয়ারির এই সময়টায় তাপমাত্রা স্বাভাবিকই থাকে, কিন্তু এই মরশুমে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। উত্তর-পশ্চিম দিকে শীতল হওয়ার প্রভাবের জন্যই এই শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আগামী চার – পাঁচ দিনে আবারও স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা।
এখন ফেব্রুয়ারির অর্ধেক অতিক্রান্ত। শীত এই সময় কার্যত স্লগ ওভারে ব্যাটিং চালাচ্ছে। এবারের মরশুমে তেমনভাবে জমাটি ঠান্ডা পায়নি বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার বৃষ্টির মুখে পড়েছে বাংলা। আর তাতে প্রত্যেকবার ব্যাঘাত ঘটেছে শীতে। কিছুদিন তাপমাত্রার পারদ নামতেই ফের বৃষ্টি – এমন ঘটনা এই মরশুমে একাধিকবার হয়েছে। এদিকে, এবারের শীতে উত্তরের পাহাড়ি জেলা দার্জিলিঙে ব্যাপক তুষারপাত দেখা গিয়েছে। সাদা বরফের চাদরে ঢাকতে দেখা গিয়েছে শৈলরানী দার্জিলিং শহরকে। মোহময়ী সান্দাকফুতেও ব্যাপক তুষারপাত দেখা গিয়েছে, আর তার জন্য পর্যটকদের ভিড় করতে দেখা গিয়েছে পাহাড়ে।
আরও পড়ুন : কোন স্কুলের কী অবস্থা! কতদূর এগোল সাফ-সাফাই? বিকেলেই রিপোর্ট জমা বিকাশ ভবনে